মনিরুল হক, কোচবিহারঃ
ঝড়ে ক্ষতিগ্রস্থ কোচবিহারের বিভিন্ন এলাকা পরিদর্শন করে এসে মুখ্যমন্ত্রীকে রিপোর্ট পাঠাবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শুক্রবার সকালে ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে করেন রবীন্দ্রনাথ বাবু।
প্রথমেই তিনি নিজের বিধানসভা এলাকা নাটাবাড়ির বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। সেখান থেকে সোজা কোচবিহার ২ নম্বর ব্লকের খোলটা মরিচবাড়িতে যান।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে এবার থানাতে প্রবেশের আগে কর্মীদের থার্মাল স্ক্রিনিং
সেখানে ঝড়ে মৃত অখিল সুত্র ধরের পরিবারের সাথে গিয়ে দেখা করেন তিনি। এমনকি ঘুরে দেখেন ক্ষতিগ্রস্থদের বাড়িঘর গুলো। তারপর তিনি দ্রুততার সাথে যান খোলা কমিউনিটি কিচেনে খাবার দেখতেও।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আজ সকাল থেকে বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছি। এই ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে। আর ঝড়ে বহু মানুষ আহত হওয়ার খবর পেয়েছি। তার সাথে অসংখ্য বাড়িঘর ভেঙে গেছে এলাকায়। এমনকি ফসল নষ্ট হয়েছে।
সব মিলিয়ে মুখ্যমন্ত্রীকে একটা রিপোর্ট পাঠানো হবে। তার সাথে করোনা ঝড় তো চলছিলোই। এর মধ্যে আবার কাল বৈশাখীর দাপট। মানুষ বড় বিপদে। আমার সরকার আগেও ক্ষতিগ্রস্থদের পাশে ছিল আর আগামী দিনেও থাকবে।”
তবে কোচবিহার জেলা প্রশাসন সূত্রে খবর, গতকাল সন্ধ্যায় কোচবিহার জেলার বেশ কিছু এলাকার উপর দিয়ে ব্যাপক কাল বৈশাখীর ঝড় বয়ে যায়। ওই ঘটনায় সব থেকে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে কোচবিহার ২ নম্বর ব্লক ও তুফানগঞ্জ মহকুমা এলাকায়।
কোচবিহার ২ নম্বর ব্লকের খোল্টা মরিচবাড়ি এলাকায় অখিল সুত্র ধর নামে এক ব্যাক্তি গাছ চাপা পড়ে মারা যায়। এছাড়াও ওই এলাকার বহু মানুষ আহত হয়ে। ইতিমধ্যেই তারা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে ১৫০ টি পরিবারের বাড়িঘর পুরোপুরি ভাবে ও ৪০০ পরিবারের বাড়িঘর আংশিক ক্ষতি হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে। যদিও জেলা প্রশাসনের তরফে ওই ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে ত্রান সামগ্রী ও শিশুদের খাদ্য পৌঁছে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584