‘সামাজিক দূরত্ব’ মেনে সকাল থেকেই নিজের বিধানসভা চষলেন মন্ত্রী রবি

0
39

মনিরুল হক, কোচবিহারঃ

ব্যাঙ্ক ও বাজার গুলোতে ভির হচ্ছে জেনেই সোশ্যাল ডিস্টেন্স রক্ষা করতে নিজের বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। আজ সকাল থেকেই কোচবিহারে বাজার গুলোতে অন্যান্য দিনের মত ভির তো ছিলই। কিন্তু বেলা বাড়তেই ব্যাঙ্ক গুলোতে ভির বাড়তে শুরু করে। যা উদ্বেগ জনক।

minister Rabindranath | newsfront.co
নিজস্ব চিত্র

এই খবর পোঁছাতেই কোচবিহার শহরের নতুন পল্লী এলাকার বাড়িতে দুঃস্থ বাসিন্দাদের খাদ্য সামগ্রী বণ্টনের দায়িত্ব অন্যদের উপড়ে ছেড়ে বাড়ি থেকে বেড়িয়ে পড়েন, মানুষকে বুঝিয়ে সোশ্যাল ডিস্টেন্স রক্ষা করার জন্য।

visit the area | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন বাড়ি থেকে বের হয়ে তিনি প্রথমেই নিজের বিধানসভা নাটাবাড়ির কেন্দ্রের মধ্যে থাকা বাবুরহাট এলাকায় ব্যাঙ্কের দুটি শাখায় যান। সেখান থেকে বেড়িয়ে ডাউয়াগুড়ি বাজারের একটি ব্যাঙ্কের শাখায় যান। যেখানে বেতন, পেনশন তোলা সহ বিভিন্ন কাজে প্রচুর মানুষ জমায়েত হয়েছেন। যাদের বেশীর ভাগ সোশ্যাল ডিস্টেন্স মানছেন না। তাঁদের বুঝিয়ে দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ করার আবেদন জানান মন্ত্রী।

আরও পড়ুনঃ ভাইরাস মোকাবিলায় ওন্দায়-বিষ্ণুপুরে তৈরি হচ্ছে দুটি করোনা হাসপাতাল

পরে তিনি বলেন, “মুখ্যমন্ত্রী বারবার সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখার জন্য নানান কৌশলের কথা জানিয়েছেন। তারপরেও আজ কিছু ব্যাঙ্কের শাখায় সেই কৌশল মানা হচ্ছে না বলে খবর পেয়ে ছুটে এসেছি। দীর্ঘ সময় ধরে লকডাউন চলছে। ফলে মানুষের আর্থিক সংকট রয়েছে। তাই মানুষ কিছু টাকা পয়সা তুলে নিজের হাতে রাখতে চাইছেন। এটা আমরা বুঝি। কিন্তু এর সুযোগ নিয়ে করোনা সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সেদিকেও আমাদের নজর দিতে হবে। এদিন এটাই ব্যাঙ্কের শাখা গুলোতে গিয়ে বুঝিয়ে বলা হল।”

তবে শুধু নাটাবাড়ি বিধানসভা এলাকা গুলোতেই নয়, এদিন কোচবিহার শহর সহ বেশ কিছু ব্যাঙ্কে গ্রাহকদের ভির ছিল চোখে পড়ার মত। ব্যাপক ভির জমে যাওয়ায় সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখা অসম্ভব হয়ে পড়ছিল। যা নিয়ে জেলা প্রশাসনের অনেকেই উদ্বেগ প্রকাশ করলেও প্রকাশ্যে কেউ মুখ খুলতে রাজি হননি।

তবে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কোচবিহারে এখনও পর্যন্ত কোন করোনা আক্রান্ত হওয়ার খবর নেই। যে কটি সন্দেহ জনক ঘটনার লালারস টেস্টের জন্য পাঠানো হয়েছিল, সেগুলো প্রত্যেকটির রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু তারপরেও কোন রকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসনের আধিকারিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here