কোচবিহার রবীন্দ্রভবনের কাজের অগ্রগতি পরিদর্শনে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

0
86

মনিরুল হক, কোচবিহারঃ

করোনা অতিমারির কারণে বন্ধ ছিল নির্মাণ কাজ, প্রায় চার মাস বন্ধ থাকার পর পুনরায় সংস্কারের কাজ শুরু হয়েছে কোচবিহার রবীন্দ্রভবনের। আর বৃহস্পতিবার সকালে কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রবীন্দ্র ভবনে উপস্থিত হলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

Rabindranath Ghosh | newsfront.co
পরিদর্শন ৷ নিজস্ব চিত্র

অত্যাধুনিক পদ্ধতিতে এবং আধুনিক উপকরণ দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে রবীন্দ্রভবনকে। আগামী তিন মাসের মধ্যে কাজ সম্পূর্ণ করে নির্বাচনের আগেই রবীন্দ্রভবনকে সাংস্কৃতিক ক্ষেত্র হিসেবে কোচবিহার বাসীর কাছে তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রবীন্দ্রনাথ ঘোষ।

Development minister | newsfront.co
নিজস্ব চিত্র

তিনি বলেন, রবীন্দ্র ভবন সংস্কারের কাজটি অনেক বড়, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে এই কাজটি করা হচ্ছে। তাই কোনো তাড়াহুড়ো করা হচ্ছে না। সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপকরণ সঠিকভাবে কাজে লাগিয়ে রবীন্দ্রভবনকে সুগঠিত করার জন্য আরো কিছুটা সময় লাগবে। আগামী তিন মাসের মধ্যে আমরা রবীন্দ্রভবনকে উদ্বোধনের পর্যায়ে নিয়ে যেতে পারবো।

আরও পড়ুনঃ কোচবিহার ব্লক কমিটি গঠন নিয়ে অস্বস্তি তৃণমূলের, পদত্যাগ ১৬ জন পদাধিকারীর

করোনা আবহের কারণে কাজ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন জোর কদমে কাজ চলছে, আমি নিজে কাজের পর্যবেক্ষণ করছি। প্রায় এক দশকের বেশি সময় থেকে অবহেলায় পড়ে থাকা কোচবিহার রবীন্দ্রভবন সংস্কারের দাবি তুলেছিল কোচবিহারের সংস্কৃতি প্রেমী, নাট্যকর্মীরা। তাদের আবেদনে সাড়া দিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে কাজ শুরু হয়।

আরও পড়ুনঃ জলঙ্গিতে বসছে পোশাকের হাট! স্বল্প পুঁজিতেই কর্মসংস্থান যুবকদের

দপ্তর সূত্রে জানানো হয়েছে, রবীন্দ্রভবনে উন্নত মানের চেয়ার, মঞ্চ, আলো, উন্নত সাউন্ড সিস্টেম এবং শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই কোচবিহারের উৎসব অডিটোরিয়াম চালু রয়েছে। রবীন্দ্র ভবনের পুনর্নির্মাণ হলে কোচবিহারে কৃষ্টি সংস্কৃতিতে নতুন পালক জুড়বে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here