মনিরুল হক, কোচবিহারঃ
দলীয় কর্মী খুনের খবর পেয়ে সিতাইয়ে ছুটে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।গতকাল রাতে দিনহাটার সিতাইয়ে দুষ্কৃতির গুলিতে মজিদুল মিয়া(৫০) নামে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়।সেই খবর পেয়েই আজ সিতাইয়ে মৃত ওই তৃণমূল কর্মীর বাড়িতে যান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।তার সঙ্গে ছিলেন সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। মন্ত্রী ও বিধায়ক মৃত ওই তৃণমূল কর্মীর পরিবারের লোকের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। পাশাপাশি মৃত ওই তৃণমূল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন উত্তরবঙ্গ মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ। পুলিশ যাতে দুষ্কৃতিকে দ্রুত গ্রেফতার করে তার দাবিও জানান মন্ত্রী।এদিন মৃত ওই তৃণমূল কর্মীর বাড়িতে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা ভিড় জমিয়েছিলেন।
শুক্রবার গভীর রাতে সিতাই থানার কালিরহাট এলাকায় তৃণমূল কর্মী মজিদুল মিয়া গুলিবিদ্ধ হন। স্থানীয় মানুষের অভিযোগ,অর্জুন মণ্ডল নামে এক দুষ্কৃতি বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় অশান্তি ছড়াচ্ছিল৷শুক্রবার রাতে তাকে ধরে ফেলে এলাকার মানুষ৷প্রাণে বাঁচতে এলাকারই নির্মিয়মাণ একটি বাড়িতে ঢুকে পড়ে সে৷ এরপর তাঁর বন্দুক থেকে লক্ষ্যহীন ভাবে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকে সে৷ দুষ্কৃতির ছোঁড়া সেই গুলিই গিয়ে লাগে স্থানীয় এক তৃনমূল কংগ্রেস কর্মীর মাথায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃনমূল কংগ্রেস কর্মীর৷ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সিতাই থানার পুলিশ।ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।ওই ঘটনার পর অভিযুক্ত দুষ্কৃতি পলাতক৷ওই দুষ্কৃতির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ৷
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “গতকাল রাতে এক দুষ্কৃতি আগ্নেয়াস্ত্র নিয়ে দাপাদাপি করছিল। এলাকার মানুষ তাকে ঘেরাও করে রাখে।সেই সময় ওই দুষ্কৃতি গুলি চালিয়ে মজিদুল মিয়াকে খুন করে পালিয়ে যায়।পুলিশ আসার আগে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।মজিদুল একজন সক্রিয় তৃণমূল কর্মী ছিলেন।তার মৃত্যুতে আমরা শোকাহত।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা তার বাড়িতে এসেছি।তার পরিবারকে সান্ত্বনা জানাতে এসেছি। আমরা তাদের পাশে আছি।”
আরও পড়ুনঃ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে মিছিলে পা মেলালেন মন্ত্রী সাংসদরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584