হরষিত সিংহ,মালদহঃ
মালদহ জেলার দ্বিতীয় দিনের সফরে হবিবপুর ব্লক প্রশাসনের উদ্যোগে জনসংযোগ কর্মসূচি পালন ও সরকারি সুযোগ-সুবিধা প্রদান অনুষ্ঠানে যোগদান করলেন উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। ব্লক প্রশাসনের জিতুমঞ্চে অয়োজিত এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, জেলা পুলিশ সুপার অর্নব ঘোষ, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র,মালদহ জেলা পরিষদের সভাধিপতি সরলা মুর্মুসহ অন্যান্য আধিকারিকরা।
শুক্রবার সকাল দশটা নাগাদ,আদিবাসী নৃত্যের মাধ্যমে বরণ করা হয় মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে।প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী। আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রায় পাঁচশো জন আদিবাসীকে বিভিন্ন সরকারি সুযোগ প্রদান করা হয়। কন্যাশ্রী,সবুজ সাথী, ক্রীড়া সামগ্রী, মানবিক ভাতা,জাতিগত শংসাপত্রসহ বিভিন্ন প্রকল্পের আর্থিক ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয়।পাশাপাশি এদিন হব্বিপুরের বুলবুলচন্ডী নবনির্মিত বাস স্ট্যান্ডের উদ্বোধন করেন। এই বাসস্ট্যান্ড চত্বরে একটি মার্কেট তৈরীর আশ্বাস দেন। সরকারী আনুষ্ঠান শেষে তিনি কেন্দপুকুর উচ্চ বিদ্যালয়ের মাঠ পরিদর্শনে যান।
মাঠের বেহাল আবস্থা দেখে দ্রুত মাঠ সংস্কারের নির্দেশ দেন জেলা প্রশাসনের কর্তাদের এর জন্য তিনি অর্থ বরাদ্দের ঘোষণা করেন।বৃহস্পতিবার জেলা সফরে মালদহ এসে পৌঁছান উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। শুক্রবার সকালে তিনি পৌঁছান সেখানে। আদিবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয় এই অনুষ্ঠানের মাধ্যমে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584