মনিরুল হক, কোচবিহারঃ
মাটি আমাদের গর্ব, কৃষি আমাদের সম্পদ এই স্লোগানকে সামনে রেখে কৃষি দফতরের উদ্যোগে মাটি, কৃষি, উদ্যান পালন, খাদ্য, মৎস্য, কৃষি বিপণন সমবায় ও প্রাণীমেলা শুরু হল কোচবিহারে।
বৃহস্পতিবার ২ নং ব্লকের গোপালপুর হাই স্কুলে এই মেলার আয়োজন করা হয়। আজ থেকে ৩ দিন ধরে চলবে এই মেলা।
এদিনের এই মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। মেলায় ৩০ টি স্টল রয়েছে। পাশাপাশি এই মেলায় প্রতি সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান।এদিন প্রদীপ জ্বালিয়ে এই মেলার সূচনা করেন মন্ত্রী।
আরও পড়ুনঃরবীন্দ্র নিলয়ে অনুষ্ঠিত হলো শ্রুতি-ছন্দের বার্ষিক অনুষ্ঠান
মেলা প্রসঙ্গে রবিবাবু বলেন, কৃষি নির্ভর পশ্চিমবঙ্গে আর্থিক বিকাশে ফুল, ফল ও সবজির প্রতি বিশেষ নজর দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে রাজ্য সরকার গ্রামে গ্রামে গড়ে তুলেছে স্বনির্ভর গোষ্ঠী। ক্ষুদ্র ও কুটির শিল্পের দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। কৃষি, প্রাণী, মৎস্য সহ বিভিন্ন বিষয় নিয়ে কৃষক সহ স্বক্ষেত্রে যাতে আরও আধুনিক হতে পারে তার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তাই বিভিন্ন ব্লকে এই মেলার আয়োজন হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584