নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের ডোমকল থানার শিবনগর হাই স্কুল উচ্চ মাধ্যমিকের ছাত্র রবিউল ইসলাম। জন্মের প্রথম থেকেই প্রতিবন্ধী ছিল না সে, চতুর্থ শ্রেণীতে পড়ার সময় তার ভুল চিকিৎসার কারণে হাত পা অচল হয়ে যায়।
উঠে চলাফেরা করার মতন তার ক্ষমতা নেই কিন্তু আছে অনেক স্বপ্ন দুচোখে, সেই স্বপ্ন আর আশা নিয়েই প্রতিবন্ধকতা কে হার মানিয়ে এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসল রবিউল। আজ বৃহস্পতিবার উচ্চমাধ্যমিকের বাংলা ভাষার প্রথম পরীক্ষা দিল রবিউল ইসলাম।
আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে জেলা প্রশাসন
পিতা মহম্মদ লুৎফর রহমান, কৃষক। মাতা গৃহকর্মী। রবিউলের পিতা জানান আমরা গরিব মানুষ অভাবের সংসারে ছেলের জন্য কোন ভাল ব্যবস্থাও করতে পারিনি। তবুও তিনি আশা রাখেন ভালো রেজাল্ট করবে ছেলে, যদিও কিছুদিন আগেই তার পেটে অস্ত্রোপ্রচার করা হয়।
সেই কারণেই ভালোভাবে পরীক্ষা প্রস্তুতি নিতে পারেনি। মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিল বলে জানায় সে। তার স্কুল সেন্টার পড়েছে প্রায় ১০ কিলোমিটার দূরে সেখানে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থার জন্য স্কুল কর্তৃপক্ষ ও বিডিও সাহেবের সঙ্গেও কথা বললেও কোন সাহায্যই মেলেনি বলে জানান, তবে গ্রামের এক ব্যক্তির সাহায্যে মারুতি করে দেন । তাতে করে পরীক্ষা কেন্দ্রে তাকে নিয়ে আসছে বাবা-মা।
তবে তার লেখার জন্য রাইটারের ব্যবস্থা করে দেন স্কুল কর্তৃপক্ষ, সেই মতই একজন ছাত্রী কে নিয়েই পরীক্ষা দিলেন রবিউল ইসলাম।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584