করণদীঘি বাসস্ট্যান্ডে ভগ্নদশা শৌচালয়ের, নেই যাত্রী প্রতীক্ষালয়

0
212

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

raddled toilet of karandighi bus stand | newsfront.co
ভগ্নদশা।নিজস্ব চিত্র

করণদীঘির বাসস্ট্যান্ডে এবং শৌচালয়ের বেহাল অবস্থা বহুদিন আগে শৌচালয়ের ঘর ভালো ছিল কিছুদিন আগেই ভেঙে গেছে ছাদ নেই দরজা।

no waiting room of karandighi bus stand | newsfront.co
রাস্তাতেই প্রতীক্ষা।নিজস্ব চিত্র

এখানে করণদিঘি হাসপাতাল আছে এবং করণদিঘি থানা আছে বাস স্ট্যান্ডের সামনে করণ দীঘির বিডিও অফিস আছে গ্রামের বিভিন্ন জায়গার মানুষরা এখানে বিডি অফিসে কাজ করতে আসে এবং এখানে বাস দাঁড়ায় স্টেট বাস পাবলিক বাস করণদিঘি বড় স্ট্যান্ড এটা করণদিঘি ৩৪ নং জাতীয় সড়কের পাশে করণদিঘি মানুষের দীর্ঘদিনের ক্ষোভ শৌচালয় নেই ।

আরও পড়ুনঃ জল সংকটে বালুরঘাট হাসপাতাল, বন্ধ ডায়ালেসিস পরিষেবাও

lalpari pasowan | newsfront.co
লালপরী পাশোয়ান, অপেক্ষারত যাত্রী।নিজস্ব চিত্র

বিডিও অফিস থাকতে এবং পঞ্চায়েত গুলো থাকতে শৌচালয়ের অভাব বিভিন্ন গ্রাম থেকে মা এবং বোনেরা আছে শৌচালয় করতে পারে না তার জন্য কোন দিকে মানুষের ক্ষোভ উগরে দিল বিডিও অফিস থাকতে শৌচালয়ের এই অবস্থা উত্তর দিনাজপুরের বিভিন্ন গ্রামে সরকার থেকে ফ্রিতে শৌচালয় তৈরি হয় কিন্তু করণ দীঘির বিভিন্ন গ্রামের মানুষেরা শৌচালয়ের অভাবে এখানে শৌচাগার, নেই যাত্রী প্রতীক্ষালয় নতুন ভাবে তৈরি করেছে আর নতুনভাবে শুরু করা দরকার ছিল তার জন্য স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন বিডিও অফিস এবং গ্রাম পঞ্চায়েতে কারণ হচ্ছে করণদিঘিতে শৌচালয় অকেজো হয়ে পড়ে আছে না দরজা এবং হাত ভেঙে পড়ে আছে সোজা করে বিভিন্ন জায়গায় নোংরা আবর্জনা পড়ে আছে তার জন্য পানীয় বাসিন্দারা ক্ষোভ উগ্রে দিল প্রশাসনকে এটা দেখা উচিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here