শ্যামল রায়,পূর্বস্থলীঃ
স্থানীয় এক মুসলিম ভাইয়ের আর্থিক সহায়তায় গড়ে উঠতে চলেছে রাধা কৃষ্ণের মন্দির।সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন বলে দাবি এলাকাবাসীর।
রবিবার ছিল শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী।এই দিনে পূর্বস্থলী ১ ব্লকের বিদ্যানগর পঞ্চানন তলায় একটি রাধা কৃষ্ণের মন্দির গড়ে উঠবে তার শিলান্যাস হলো।শিলান্যাস করলেন শ্রী ভক্তিবেদান্ত পরিব্রাজক মহারাজ ও রাজ্যের অন্যতম মন্ত্রী স্থানীয় বিধায়ক তথা এলাকার বাসিন্দা স্বপন দেবনাথ।বিদ্যানগর পঞ্চানন তলায় দীর্ঘদিন ধরে একটি জগন্নাথ দেবের ও শিব মন্দির রয়েছে এই মন্দিরটি আরো অত্যাধুনিক ভাবে গড়ে তুলতে আলাদা ভাবে গড়ে উঠবে রাধা কৃষ্ণের মন্দির।এই মন্দির তৈরীর তত্ত্বাবধানে থাকছে সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত মহিলা প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সমিতি ও বিদ্যানগর যুব সংঘ।
এদিন কার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক বিভাস বিশ্বাস ও বিশিষ্ট সমাজসেবী নজরুল শেখ,শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সমিতির সম্পাদিকা মনীষা বিশ্বাস ও শ্রী সুজয় ব্রহ্মচারী সহ অনেকে।বিশিষ্ট সমাজসেবী শিক্ষক বিভাগ বিশ্বাস আরও জানিয়েছেন যে স্থানীয় মুসলিম ভাই নজরুল শেখ তিনি দীর্ঘদিন ধরে আশায় বুক বেঁধে আসছিলেন এখানে একটি রাধাকৃষ্ণ মন্দির তৈরি করে দেবেন তিনি।তিনি দেখেছেন এই মন্দির প্রাঙ্গণে প্রতিদিন নাম সংকীর্তন করে আসছেন মহিলারা এছাড়াও এই মন্দির প্রাঙ্গনে নানান ধরনের ধর্মীয় অনুষ্ঠান হয়।
তাই তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে তার আর্থিক সহায়তায় একটি রাধা কৃষ্ণের মন্দির তৈরি করে দেবেন তার সেই স্বপ্ন আজ শিলান্যাসের মধ্যে দিয়ে অনেকটাই বাস্তবায়িত হলো।খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে মন্দিরটির কাজ শেষ হবে বলে জানিয়ে দিয়েছেন নজরুল শেখ।রাধা কৃষ্ণের মন্দির তৈরি হবে এই সংবাদে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এলাকার মানুষ খুশিতে ভাসলেন।নজরুল শেখের এই ধরনের আবেগ এবং সম্প্রীতির বার্তা দেওয়ার জন্য রাজ্যের অন্যতম মন্ত্রী স্বপন দেবনাথ তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুনঃ খুঁটি পূজা উপলক্ষে রক্তদান শিবির
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584