বন্ধ চাকা তবু বদলে গেল নাম! রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস হলো কুলিক এক্সপ্রেস

0
301

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউন উঠে যাওয়ার পরে নতুন নামে রাধিকাপুর থেকে রায়গঞ্জ হয়ে হাওড়া যাওয়ার দিনের ট্রেনটি নতুন নামে ছুটবে। রাধিকাপুর থেকে হাওড়া যাওয়ার দেনের ট্রেনটির নতুন নাম হয়েছে ‘কুলিক এক্সপ্রেস’।

Howrah Radhikapur express | newsfront.co
প্রতীকী চিত্র

এতদিন সেটা রাধিকাপুর-হাওড়া এক্সপ্রেস নামে চলতো। রায়গঞ্জের কুলিক নদীর নামে দিনের ট্রেনের নাম বদল করে পূর্ব রেল কুলিক এক্সপ্রেস দেওয়ায় খুশি রায়গঞ্জের মানুষ। কুলিক নদীর সঙ্গে শহরবাসীর আবেগ ও নস্টালজিয়া দীর্ঘদিনের।

আরও পড়ুনঃ স্যানিটাইজার মেশিনের পরে বৈদ্যুতিক মাস্ক আবিষ্কার রায়গঞ্জের বাপ্পার

রায়গঞ্জ মহকুমা এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে গত ২৯ ফেব্রুয়ারি এই ট্রেন আনুষ্ঠানিক ভাবে চালু করে রেল। তবে সময়সূচি নিয়ে অসন্তোষ রয়েই গিয়েছে বাসিন্দাদের মধ্যে। তবে ট্রেন চালু হওয়ার পরেই রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী সময়সূচি বদলের আশ্বাস দিয়েছিলেন। তিনি অবশ্য জানিয়েছেন, সময়সূচিও পরিব্ররতন করার চেষ্টা চলছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here