নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
মনে পড়ে ফেলে আসা সেই দিনগুলোর কথা? এই ধরুন, স্কুলের স্যার-ম্যাডামদের স্নেহ কিংবা শাসন, আবার ধরুন কলেজ ক্যাম্পাস কিংবা কলেজ ক্যান্টিনের সেই সব মধুস্মৃতি- যা যাই যাই করেও যায় না? এগুলোর সঙ্গেই আবার মিশে আছে প্রেম, বিচ্ছেদ, সাফল্য, ব্যর্থতা, কবিতা, বন্ধুত্ব ভাল লাগা, মন্দ লাগা। সব মিলিয়ে যাকে বলে ডাউন মেমোরি লেন।
এগুলো আসলে কোনওদিনই স্মৃতির পাতা থেকে হারিয়ে যায় না। কখনও না কখনও ঠিক কড়া নাড়ে মনের দরজায়। আর বলে যায়, কী রে সব ভুলে গেলি নাকি? না, কিছুই ভোলার নয়। এই লকডাউনে সেই সব স্মৃতি আরও বেশি পরিমাণে তাড়া করে বেড়াচ্ছে মানুষকে। বন্ধুবাজি, আড্ডাবাজি, পার্টিবাজি সবের দরজায় ঝুলছে তালা। শুধু থেমে নেই গান, থেমে নেই শিল্পকলা। তা চলছে বহাল তবিয়তে। দূরত্ব মেনে ঘরের ভিতরে বসেই তৈরি হচ্ছে কত শর্ট ফিল্ম, কত গান। তেমনই আরেকটির কথা বলার পালা আজ।
আরও পড়ুনঃ হরেক বাজনায় পারদর্শী আগামীর সুরকার সৌমেন মুখোপাধ্যায়
‘রেডিও গাগা’ নামে একটি ভিস্যুয়াল সিঙ্গল আসতে চলেছে আজ। গানের সঙ্গে রয়েছে অ্যানিমেটেড ভিডিও। স্মৃতির দরজায় কড়া নাড়বে সপ্তর্ষি মুখার্জির কণ্ঠের ‘রেডিও গাগা’। সপ্তর্ষি মুখার্জি অটোগ্রাফ, বাইশে শ্রাবণ, হাওয়া বদল, জাতিস্মর-এ গানও গেয়েছেন। ‘রেডিও গাগা’ র সুরকার সপ্তর্ষি স্বয়ং।
আরও পড়ুনঃ সুপারস্টার পরিবারের কামব্যাক শুটিঙের প্রথম দিন মেক আপ রুমে কী করলেন শ্রাবন্তী?
গানের কথা লিখেছেন পারমিতা মুন্সি। সঙ্গীতায়োজনে, প্রোগ্রামিং-এ, ব্যাক ভোকালস-এ, হারমোনিতে ইন্দ্রজিৎ দে। গিটারে জয় দাস। মিক্স/মাস্টার সোমাগ্নি বিশ্বাস, ইলাস্ট্রেশন-এ রাজেন্দ্রানি মুখার্জি, ভিডিও এডিট এবং অ্যানিমেশনে সুজয় চৌধুরী, ভিডিও কনসেপ্ট এবং গল্প ফেঁদেছেন সপ্তর্ষি মুখার্জি। ‘মেজর সেভেন্থ’-এর প্রযোজনায় ‘ইনরেকো’ ইউটিউব চ্যানেলে আজ আসছে সপ্তর্ষির কণ্ঠে ‘রেডিও গাগা’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584