মহালয়ার প্রভাতের আগেই ধুলো ঝেড়ে প্রস্তুত রেডিও

0
253

শুভেন্দু হাওলাদার,পূর্ব মেদিনীপুরঃ

রাত পোহালেই মহালয়া।আর মহালয়া মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে রেডিওতে মহালয়া।এটা না শুনলে পূজোর সেই মানসিক তৃপ্তি পাওয়া যায়না।তবে বর্তমানে টিভি,নেট আর মাইক্রোচিপের জগতে টেপ-রেডিও এখন একপ্রকার মানুষের মন থেকে মুছে গেছে।তবুও এফ এম এর দৌলতে কোনরকম রেডিও টিকে আছে।শুধু মহালয়া এলে অনেক বাঙালির বাড়ি থেকে ঝাড়পোছ করে বাজারে ব্যাটারী কিনে রেডিও চালার প্রচলন এখনো আছে।তবে বাজারে এখন রেডিও বিক্রিও নেই বললেই চলে।

নিজস্ব চিত্র

তাই কালের গতিতে অনেক রেডিও দোকান বন্ধ করে দিতেও হয়েছে।আর যে কটা হাতেগোনা রয়েছে তা মহালয়ার কয়েকদিন আগে থেকে কিছু রেডিও শ্রোতা তাদের পুরাতন রেডিও সারাতে ভিড় জমান।তেমনি ছবি ধরা পড়লো পূর্ব মেদিনীপুরের মেচেদায়।মহালয়ার সপ্তাহখানেক আগে থেকে কিছু রেডিও সারানোর কাজ চলছে।তবে তা মহালয়ার আগের রাতেই দিতে হবে।কারন একটাই, রেডিওতে সেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সুপরিচিত কন্ঠে মহালয়া শোনা।তাই এখন পুরোদমে চলছে রেডিও সারানোর কাজ।আর কিছু কিছু রেডিও শ্রোতা বাড়িতে আগের দিন থেকেই রেডিও ঝাড়পোছ করে রাখছেন।কারন একটাই রাত পোহালেই মহালয়া।

আরও পড়ুনঃ শারদীয়া উৎসবের প্রস্তুতির শেষ প্রহর

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here