উইম্বলডন ও টোকিও অলিম্পিক থেকে নাম তুলে নিলেন রাফায়েল নাদাল

0
58

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

নাদাল অনুরাগীদের জন্য বড় দুঃসংবাদ। উইম্বলডন ও টোকিও অলিম্পিকে এবার অংশ নেবেন না লাল সুড়কি কোর্টের বেতাজ বাদশা রাফায়েল নাদাল। তিনি জানান, ‘ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের মধ্যে মাত্র ২ সপ্তাহ সময় পাওয়া গেছে, ক্লে কোর্টে খেলার ধকলের পর শরীর ক্লান্ত’। তিনি নিজেই একথা টুইট করে জানিয়েছেন।

rafael nadal | newsfront.co
রাফায়েল নাদাল। সৌজন্যেঃ এনডিটিভি

১৩ বারের ফরাসি ওপেনের খেতাব জিতেছেন নাদাল। তবে এবার প্রথম সেটে জিতেও সেমিফাইনালে হেরে যান নোভাক জোকোভিচের কাছে। ফরাসি ওপেন সেমিফাইনালের মাঝপথেই চোটের সমস্যায় ভুগতে হয় তাকে। তাই শেষের দিকে জোকোভিচের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সই করতে পারেননি এই স্প্যানিশ তারকা।

আজ বৃহস্পতিবার একগুচ্ছ টুইট করেন তিনি। টুইট বিবৃতিতে তিনি লিখেন, ‘হাই অল, এ বছরের উইম্বলডন এবং টোকিয়ো অলিম্পিক্সে অংশগ্রহণ করতে পারছি না। এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। কিন্তু শরীরের কথা মাথায় রেখে এবং টিমের সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিতে হয়েছে’।

আরও পড়ুনঃ ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিউজিল্যান্ডের

নাদাল জানান, জীবনের এই সময়ে শরীরকে প্রাধান্য দিতে চান তিনি। তিনি লিখেন, ‘অলিম্পিক্সে আমি তিনবার অংশগ্রহণ করেছি, দেশের প্রতিনিধিত্ব করতে পেরে খুবই গর্বিত আমি। তবে কেরিয়ার আরও দীর্ঘ করতে এবার বিশ্রাম করতে হবে নাহলে বেশিদিন খেলতে পারব না।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here