ওয়েবডেস্কঃ
রাফাল নিয়ে ফের অস্বস্তিতে মোদি সরকার। রাফাল মামলায় সুপ্রিম কোর্টের আগের রায়ের পুনর্বিবেচনার আবেদনে সাড়া দিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ সেই শুনানি জনসমক্ষে করার সিদ্ধান্ত নিল।
গত ডিসেম্বরে রাফাল মামলায় কেন্দ্র সরকারকে ক্লিনচিট দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানায় যে কেন্দ্রের রাফাল চুক্তি প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট।
কিন্তু বিজেপির নেতা যশবন্ত সিনহা,অরুণ শৌরি ও আইনজীবী প্রশান্ত ভূষণ সহ বেশ কয়েকজন আবেদনকারী ২০১৮ সালের ২৪শে ডিসেম্বরের রায়ের পুনর্বিবেচনা করার আবেদন করেন। তাঁদের বক্তব্য ছিল আদালতে সরকারের দেওয়া ক্যাগ রিপোর্ট জমা পড়া সংক্রান্ত ‘অসত্য তথ্যের’ উপর ভিত্তি করেই আগের রায় হয়েছিল। সেই আবেদন সহ বেশ কিছু আবেদনে সাড়া দিয়ে মঙ্গলবার প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ জানায় যে রাফাল রায় পুনর্বিবেচনার শুনানি জনসমক্ষে করা হবে। অর্থাৎ এজলাসে দরজা খোলা থাকবে সকলের জন্য।
তবে প্রধান বিচারপতি জাস্টিস রঞ্জন গগৈ, জাস্টিস এস. কে. কউল ও জাস্টিস কে. এম. জোসেফের ডিভিশন বেঞ্চ এই প্রকাশ্য শুনানি কবে হবে সে সম্বন্ধে কোনো দিন এখনো নির্দিষ্ট করেননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584