সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের সুতি ২ নম্বর ব্লকের উমরাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান রফিকুল ইসলামের উপর অনাস্থার জন্য সমস্ত নথি জমা পড়ে গত ২২শে নভেম্বর। সমস্ত নথি ওপর ভিত্তি করে আজ ভোটাভুটি করা হয় উমরাপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। উল্লেখ্য, এই পঞ্চায়েতে মেম্বার সংখ্যা ১৭ জন। আর সেই ১৭ জন মেম্বারের মধ্যে উপস্থিত ছিলেন ১৬ জন মেম্বার। ১৬ জন মেম্বারকে নিয়ে করা হয় এই নির্বাচন।
নির্বাচন সম্পূর্ণ হলে দেখা যায় অপসারণের বিপক্ষে ১৬ ও অপসারণের পক্ষে শূন্য (০) রেজাল্ট ঘোষণা হয়। অর্থাৎ পুনরায় উমরাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে বহাল থাকলেন রফিকুল ইসলাম। পুনরায় প্রধান হয়ে জয়যুক্ত হওয়ায় সকল সদস্য, নেতৃবৃন্দ ও সুতির বিধায়ক ইমানি বিশ্বাস ধন্যবাদ জ্ঞাপন করেন।
তারই পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সকল আদর্শকে মেনে উমরাপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামের জন্য উন্নয়নে নিযুক্ত হবো বলে জানান প্রধান রফিকুল ইসলাম।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ বাংলা অ্যাকাডেমিতে প্রকাশিত হল ‘কাজী নজরুলের কারাজীবন’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584