সুদীপ পাল, বর্ধমানঃ
বিরল অস্ত্রোপচার করে তাক লাগিয়ে দিলেন বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকরা। রোগের নাম ইউরেটেরা ডিওডেনাল ফিসচুলা। এই সমস্যায় খাদ্যনালির একাংশের সঙ্গে যুক্ত হয়ে যায় মূত্রনালি।
যার ফলে খাবার খেলে অন্ত্র থেকে খাবারের অংশ চলে আসে মূত্রনালিতে। ফলে প্রস্রাবের সঙ্গে বেরোতে থাকে খাবারের টুকরো। বর্ধমান শহর লাগোয়া নেড়োদিঘির বাসিন্দা ২৩ বছরের রফিকুলের প্রস্রাবের সঙ্গে খাবারের অংশ বেরিয়ে আসত। ৮ বছর বয়সে প্রথম দেখা দেয় এই উপসর্গ।
রফিকুলের মা নুরজাহান বিবি বলেন, তিনি ও রফিকুল দুজনেই শক্তিগড় জুট মিলের কর্মী। প্রস্রাবের সঙ্গে খাবার বেরিয়ে এলে প্রথম দিকে তিনি ভাবতেন ছেলের গ্যাস-অম্বলের সমস্যা রয়েছে।
আরও পড়ুনঃ নীট পরীক্ষার যোগ্য করে তুলতে আশাবাদী জেড অ্যাকাডেমি
বেশি করে জল খেলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে ভেবে ছেলেকে জলও খাওয়াতেন বেশি করে। কিন্তু ধীরে ধীরে দেখা যায় রোগের প্রকোপ বাড়ছে। রফিকুলের সমস্যার কথা শুনে তাকে মানসিক রোগী বলে চিহ্নিত করেন স্থানীয় এক চিকিৎসক। এরপরে শুরু হয় তার মানসিক রোগের চিকিৎসা।
অবশেষে বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসার জন্য আসেন রফিকুল। বর্ধমান মেডিক্যাল কলেজের শল্য চিকিৎসা বিভাগের প্রধান নরেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ইন্টারনেট থেকে জানা গেছে গোটা বিশ্বে এর আগে মাত্র ১১ জনের এই উপসর্গ দেখা গিয়েছে। নরেন্দ্রনাথবাবুর তত্ত্বাবধানে ছয় জন চিকিৎসক এবং চার জন অ্যানাস্থেটিস্ট দু’ঘণ্টা ধরে অস্ত্রোপচার করেন।
অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ রফিকুল। বাইরে এই অস্ত্রোপচারের খরচ মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। কিন্তু হাসপাতালে সমস্ত চিকিৎসা হয়েছে বিনামূল্যে।
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ডেপুটি সুপার অমিতাভ সাহা সিনিয়র সার্জেন নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের প্রশংসা করেছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584