মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
ডিজিটাল বিনোদন জগতে প্রকাশিত হল রাগা মিউজিক নিবেদিত রবীন্দ্র কবিতার অ্যালবাম ‘দোঁহে’। রবীন্দ্রনাথের দশটি প্রেমের কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে অ্যালবামটি। কবিতা পাঠ করেছেন এই বাংলার আজকের প্রজন্মের অন্যতম এক বাচিক শিল্পী তাতা যিনি ইতিমধ্যেই বেতার জগতে পরিচিত নাম, আর রয়েছন আবৃত্তিকার সত্যজিৎ বিশ্বাস এবং ওপার বাংলার বাচিক শিল্পী অদিতি সাদিয়া রহমান যিনি বর্তমানে ওয়াশিংটনের বাসিন্দা। অ্যালবামটির সঙ্গীতায়োজনে রয়েছেন ভারতের অন্যতম সঙ্গীত ব্যক্তিত্ব কল্যাণ সেন বরাট।
‘দোঁহে’ অ্যালবামটি প্রকাশ পেয়েছে ২৪ সেপ্টেম্বর শুক্রবার। রাগা মিউজিকের ডিজিটাল প্লাটফর্মের পাশাপাশি ফিজিক্যালি সিডিও প্রকাশিত হয়েছে। এছাড়াও বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মেও প্রকাশিত হয়েছে অ্যালবামটি।সত্যজিৎ বিশ্বাস জানিয়েছেন, এটি সিডি আকারেও প্রকাশিত হবে। কিন্তু অতিমারি পরিস্থিতির কারণে এই মুহূর্তে কোনো অনুষ্ঠান করা যাচ্ছে না। তাই ভার্চুয়ালেই সিডি প্রকাশ করা হবে। সত্যজিৎ জানান, “অদিতি দি ওয়াশিংটনে থাকেন। ওখানে সিডি পৌঁছে যাবে, দেশেও পাওয়া যাবে রাগা মিউজিকের সিডি। এছাড়া কিছু প্রিয় লোকেদের হাতেও সিডি পৌঁছে দেব আমরা।”
অ্যালবামের শিরোনাম প্রসঙ্গে সত্যজিৎ জানান, “দোঁহে শব্দের অর্থ হচ্ছে দু’ জনা বা দুজনে। আমরা যে প্রেমের কবিতাগুলো আবৃতি করেছিলাম, তার মধ্যে দোঁহে শব্দটা রয়েছে অন্তত দুটি কবিতায়। তাই এই শব্দটাকেই শিরোনাম করা হল।”
অ্যালবামের সহশিল্পী অদিতি সাদিয়া রহমানের সঙ্গে সত্যজিতের আলাপ কবিতার সূত্রেই। আমেরিকায় একটি আবৃত্তির অনুষ্ঠানে দুজনের আলাপ-পরিচয়, আর তখন থেকেই এই অ্যালবামের চিন্তা ভাবনা। আর কবিতা মানেই রবীন্দ্র কবিতাই সবথেকে বেশি প্রাসঙ্গিক মনে হয়েছে তাঁদের।
আরও পড়ুনঃ দেবযানী-সুজয়ের ‘পরব’-এ হাজির সেলেব-জনতা
সঙ্গীতায়োজন নিয়ে সত্যজিৎ বলেন, কল্যাণ সেন বরাটের সঙ্গে তাঁর বহু বছরের ব্যক্তিগত পরিচয়। তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। এ বছরই তাঁর আবহসঙ্গীতে আরও একটি অ্যালবামে কাজ করেছি। সেটি বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে। তাতে এপার বাংলা থেকে ব্রততী বন্দোপাধ্যায় ও আমি ছিলাম, আর ওপার বাংলা থেকে ছিলেন সামিউল ইসলাম পুলক।
এখন তো সামনে বাইশে শ্রাবণ বা ২৫শে বৈশাখ নেই, তাহলে হঠাৎ এই সময়ে রবি ঠাকুরের কবিতা কেন, এমন প্রশ্ন করতেই প্রতিশ্রুতিশীল এই বাচিকশিল্পী/আবৃত্তিকার বললেন, “রবীন্দ্রনাথ শুধু এই দুটি দিনের কেন? রবীন্দ্রনাথ আমাদের প্রতিদিনের জীবনে মিশে আছেন তাই তাঁকে স্মরণ করতে কোন নির্দিষ্ট দিন কেন প্রয়োজন হবে!” এই অ্যালবামটির রেকর্ডিং হয়েছে কল্যাণ সেন বরাটের নিজস্ব স্টুডিওতে। সাউন্ড ডিজাইন করেছেন কল্যাণ সেনের ছেলে ও এই সময়ের অত্যন্ত জনপ্রিয় সাউন্ড ডিজাইনার/ইঞ্জিনিয়ার কৌস্তভ সেন বরাট। অ্যালবামটির সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনার দায়িত্ব সামলেছেন রায়হান এলাহী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584