করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বেলডাঙ্গা শ্রীশচন্দ্র বিদ্যাপীঠের শিক্ষক রঘুনাথ মুখোপাধ্যায়

0
273

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

করোনা সংক্রমণ ঠেকাতে ইতিমধ্যেই টিকাকরণে জোর দিয়েছে কেন্দ্র। সারা দেশে ১০০ কোটির বেশি মানুষের টিকাকরণ সম্পূর্ণ হয়েছে। কিন্তু টিকার দুটি ডোজ নেওয়ার পরেও ফের করোনা আক্রান্ত হয়েছেন এমন মানুষের সংখ্যা ভারতে কম নয়। তাই করোনা টিকার দুটি ডোজ নিলেও করোনা বিধিনিয়ম মেনে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

Corona virus
প্রতীকী চিত্র

সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছিলেন মর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা শ্রীশচন্দ্র বিদ্যাপীঠের ইংরেজি বিষয়ের শিক্ষক রঘুনাথ মুখোপাধ্যায়। করোনা টিকার দুটি ডোজ নিয়েছেন অনেকদিন আগেই। তারপর সব ঠিকই ছিল। কিন্তু, অক্টোবরের শেষের কয়েকটা দিন জ্বরে ভুগছিলেন রঘুনাথবাবু। প্রথমে বুঝতে না পারলেও পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মাতৃসদন করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই করোনা পরীক্ষা করা হলে রঘুনাথবাবুর রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন শ্রীশচন্দ্র বিদ্যাপীঠের শিক্ষক। কিন্তু শেষরক্ষা হল না। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিক্ষক রঘুনাথ মুখোপাধ্যায়।

বেলডাঙা শ্রীশচন্দ্র বিদ্যাপীঠের ইংরেজির শিক্ষক রঘুনাথ মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী থেকে শুরু করে ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকারা। রঘুনাথবাবুর প্রয়াণে তাঁর পরিবারেও নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুনঃ কালীপুজোর আগে রাজ্যে ফের বাড়ল দৈনিক সংক্রমণ, পজিটিভিটি রেট ২.২০ শতাংশ

রঘুনাথ মুখোপাধ্যায় যে স্কুলে শিক্ষকতা করতেন সেই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হালিম বিশ্বাস বলেন, “১৯৯৭ সালে এই স্কুলে শিক্ষক হিসাবে যোগ দিয়েছিলেন রঘুনাথবাবু। ২০২২-এর জানুয়ারিতে অবসরগ্রহণ করার কথা ছিল তাঁর। আর তার আগেই এই অঘটন ঘটে গেল। করোনা টিকার দুটি ডোজ নেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। রঘুনাথবাবুকে হাসপাতালে ভর্তি করার পর গত তিনদিন হাসপাতালে গিয়েছিলাম আমি। সেখানকার চিকিৎসকদের সঙ্গে এ বিষয়ে কথাও হয়েছে।

চিকিৎসকরা বলছেন করোনার দুটি ডোজ নিলেও সতর্ক থাকা জরুরী। এই টিকা শুধুমাত্র ইমিউনিটি পাওয়ার বাড়াতে সাহায্য করছে। এছাড়া আর কিছু না। সেইজন্যই করোনা টিকার দুটি ডোজ নেওয়া থাকলেও ফের করোনায় আক্রান্ত হয়েছিলেন আমাদের স্কুলের শিক্ষক। আমাদের সব চেষ্টাই ব্যর্থ হয়ে গেল। রঘুনাথ মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি শোকাহত। তাঁর আত্মার শান্তিকামনা করি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here