ক্ষতিগ্রস্ত গ্রামের পাশে ডিজাইনার অনুশ্রী মালহোত্রার ‘রাহি’, থাকবেন আগামীতেও

0
84

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

একদিকে অতিমারীর প্রকোপ, অন্য দিকে আমফানের চরম আঘাতে বাংলা যখন বিধ্বস্ত তখন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সকলের দায়িত্ব এবং নৈতিক কর্তব্য বলে মনে করেন সেলেব্রিটি ফ্যাশন ডিজাইনার অনুশ্রী মালহোত্রা। যেমনি ভাবা তেমনি কাজ।

Relief distribution | newsfront.co

এই সময়ে মানুষের পাশে থেকে কাজ করার জন্য ডিজাইনার অনুশ্রী মালহোত্রা তাঁর সহচরী অর্পিতা চক্রবর্তীকে নিয়ে জন্ম দিলেন একটি বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নাম ‘রাহি- টিভিটিএস (তনুজ ভোকেশনাল ট্রেনিং সোসাইটি)’।

Rahee team | newsfront.co

তাঁদের এই কর্মযজ্ঞে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তাঁদের পরিবার-পরিজন, আত্মীয়-অনাত্মীয় এবং বন্ধুরা।
২০ মে সুন্দরবনের গ্ৰামগুলির ওপরে ভয়াবহ আমপান ঘূর্ণিঝড় আছড়ে পড়ে, তার ক্ষয়ক্ষতির কথা আমাদের অবগত। ঝড়ের কম বেশি জের পড়েছে বাংলার নানা জায়গায়৷ সেই ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলির মধ্যে একটি গ্ৰাম উত্তর রাঙাবেলিয়া। ১৩ জুন ‘রাহি- টিভিটিএস’ সেই গ্ৰামের মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। অসহায়দের হাতে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী তুলে দেয়।

আরও পড়ুনঃ কস্টিউম ডিজাইনার ও স্টাইলিস্টদের নিয়ে গড়ে উঠল অন্য ফোরাম

amphan Affected area | newsfront.co

এই অঞ্চলের মানুষের চাষাবাদ ও মৎস্য চাষ দুটি প্রধান জীবিকাই নোনা জলের কারণে আজ ক্ষতিগ্রস্ত। ‘রাহি- টিভিটিএস’ টিম আগামী কয়েক বছর ওই গ্রামের পাশে থাকতে চায়। অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে স্থানীয় মহিলাদের নিয়ে আঞ্চলিক ক্ষুদ্র শিল্প গড়ে তুলতে বদ্ধপরিকর ‘রাহি টিভিটিএস’।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here