আবার রাফাল তোপ মোদীকে

0
54

ওয়েবডেস্কঃ

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী আজ বৃহস্পতিবার রাফাল ডিল নিয়ে কেন্দ্র সরকারের উপর আবার তোপ দেগে মন্তব্য করেন যে এই সরকার সাহসিকতার জন্য এক সংবাদপত্রকে শাস্তি দিতে পারে, কিন্তু রাফাল নিয়ে তদন্ত করতে পারেনা।কংগ্রেস সভাপতি তোপ দেগে আরও বলেন যে তদন্ত বাদ দিয়ে মোদী এখন বাইপাস সার্জারি করতে ব্যস্ত।

গতকালই কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল সুপ্রিম কোর্টে দাবি করেন যে রাফাল চুক্তির সঙ্গে জড়িত নথিপত্র নথিপত্র চুরি করা হয়েছে।সেই নথি পত্রের উপর ভর করেই মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন যে পিটিশনাররা সরকারি গোপন তথ্যসংক্রান্ত আইন ভঙ্গ করেছেন।

আরও পড়ুনঃচুরি যাওয়া নথির উপর ভর করেই রাফাল মামলা দায়ের হয়েছে বলে দাবি কেন্দ্রের

সাম্প্রতিক ‘দ্য হিন্দু’ পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী রাফাল কেনা নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তর হস্তক্ষেপ করে। কেন্দ্র কিন্তু সুপ্রিম কোর্টে আগেই জানায় যে রাফাল চুক্তিতে মোদীর কোনো ভূমিকা ছিল না।দ্যা হিন্দু সূত্রে দাবি করা হয় যে প্রধানমন্ত্রীর দপ্তরের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৎকালীন প্রতিরক্ষা সচিব। এই খবরকে কেন্দ্র করে সরকার গতকাল আদালতে জানায় যে রাফাল চুক্তির  বেশ কিছু তথ্য চুরি হয়ে গিয়েছে। অ্যাটর্নি জেনারেল দাবি করেন সেই নথিপত্রের সাহায্যেই অন্যায় ভাবে আদলাতে মামলা করা হয়েছে। প্রতিক্রিয়ায় দ্যা হিন্দু পত্রিকার সম্পাদক দাবি করেন যে খবরগুলি জনস্বার্থে ছাপা হয়েছে এবং কোনভাবেই তথ্য সরবরাহকারীর নাম প্রকাশ্যে আনা যাবে না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here