ক্লিকের দৌড়ে আত্মহত্যার ভুয়ো খবরে ক্ষুব্ধ রাহুল বন্দ্যোপাধ্যায়

0
148

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

Rahul Banerjee
রাহুল বন্দোপাধ্যায়। ছবিঃ সংগৃহীত

‘ক্লিক’, ‘ভিউজ’, ‘লাইক’, ‘রিচ’, ‘সাবস্ক্রাইবার’– শব্দগুলো ছাড়া যেন জীবন আজ অচল। ব্যক্তিগত অভিমত, সংবাদের গুরুত্ব, গভীরতা, প্রয়োজনীয়তা না বুঝে, চমকপ্রদ আপত্তিকর শিরোনাম চড়িয়ে ব্রেকিং-এর নেশায় তড়িঘড়ি খবর প্রকাশের প্রবণতা আজ স্পষ্ট ধরা পড়ে। তেমনটাই ঘটল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে৷ আর তাতে রুষ্ট হয়েছেন তিনি। এই মুহূর্তে ‘দেশের মাটি’ ধারাবাহিকে রাজার চরিত্রে সকলের নয়নের মণি তিনি। গতকালের এপিসোডে তাঁকে আত্মহত্যা করতে দেখেছে দর্শক। ধারাবাহিকে রাজা-মাম্পির প্রেম বিশেষ কদর পাচ্ছে দর্শকমহলে। রাজার কষ্ট যেন দর্শকের কষ্ট, এমনই সোশ্যালে ধরা পড়ে প্রতিদিন। এ প্রসঙ্গে বলতে দ্বিধা নেই, এপিসোড আসার আগেই তার প্রোমো চলে চ্যানেলে এবং সোশ্যাল মিডিয়ায়। তার উপরে ভর করেই লেখা হয় কত না লেখা। শুধু লেখা নয়, ছবি ছক্কা দিয়ে তৈরি হয় ভিডিও। তেমটাই ঘটেছে এবার৷

একটি ইউটিউব চ্যানেল ‘আত্মহত্যার চেষ্টা করলেন জনপ্রিয় টেলি অভিনেতা, দেখুন’ এই শিরোনামে ভিডিও প্রকাশ করে। নিমেষে ভিউজ বাড়ে। সূত্রের খবর, সেই শিরোনাম দেখে ফেলেন রাহুলের বাবা-মাও। ভেঙে পড়েন তাঁরা। ঘন ঘন ফোন করতে থাকেন ছেলেকে। সবটা জানতে পেরে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা।

আরও পড়ুনঃ ওমের ওয়েবে পা, সঙ্গী ঊষসী রায়

এক প্রথম সারির সংবাদ মাধ্যমকে রাহুল জানিয়েছেন, এই খবর দেখার পর রাহুলের বাবা-মা আতঙ্কিত হয়ে পড়েন। এবং ঘটনাটিকে সত্যি বলে মনে করেন। সামাজিক পাতায় রাহুল সেই খবরের স্ক্রিন শট পোস্ট করে লিখেছেন– “আর ঠিক কতটা নিচে নামবেন আপনারা?”

এই ধরনের মিথ্যে খবরে আপত্তি আছে তাঁর। রাহুলের মতে, খবর প্রকাশের আগে তাঁর সঙ্গে কথা বলার দরকার মনে করেনি সেই চ্যানেল। তা হলে তিনি নিষেধ করতে পারতেন। খবরের বিকৃতি ঘটিয়ে ব্রেকিং-এর দৌড়ে এহেন খবর প্রকাশের তীব্র প্রতিবাদ করেছেন তিনি।

আরও পড়ুনঃ ‘মন ফাগুন’-এর মজাদার ভার্চুয়াল আড্ডায় কালিম্পং থেকে হাজির সৃজলা-শন-গীতশ্রী

রাহুলের কমেন্ট বক্সে মুখ খুলেছেন কবি শ্রীজাত, পরিচালক অর্জুন দত্ত, পরিচালক দেবারতি ভৌমিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁদের মতে, অভিনেতা যেন আইনি সাহায্য নিয়ে এর প্রতিকার করেন। অনেকের পরামর্শ, বিষয়টি এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। অকারণে অন্যায়কে বাড়তি প্রশ্রয় দেওয়া ঠিক হবে না। এতে তারা গুরুত্ব পাবে।…

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here