বিচারবিভাগ, নির্বাচন কমিশন ও পেগাসাস- মোদী সরকারের অস্ত্রঃ সংসদে বিস্ফোরক রাহুল গান্ধী

0
66

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

“বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও পেগাসাস- রাজ্যগুলির কণ্ঠস্বর দমিয়ে রাখাতে এগুলিই বিজেপির অস্ত্র,” লোকসভার ভাষণে বিস্ফোরক কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বুধবার সংসদে সরাসরি মোদি সরকারকে নিশানা করলেন রাহুল। তৎক্ষণাৎ বিজেপি সাংসদরা দাবি তোলেন যে পেগাসাস প্রসঙ্গে কোন কথা বলা যাবেনা কারণ এটি বিচারাধীন।

Rahul Gandhi
কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী

এদিনের ভাষণে দেশে দারিদ্র ও বেকারত্ব নিয়েও মোদী সরকারকে তীব্র আক্রমণ করেন রাহুল। তিনি বলেন, “এখন আর ওয়ান ইন্ডিয়া নেই, এখন দুই ভারত, একটি ধনীদের ভারত আরেকটি গরিবের ভারত।“ কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে রাহুল গান্ধী বলেন, “মনে করবেন না যে এই দেশে গরিবরা মৌন থাকবে। এই নতুন, দরিদ্র ভারত সবকিছুই দেখছে, তারা দেখতে পাচ্ছে যে দেশের মাত্র ১০০ জন ধনীর হাতে রয়েছে দেশের অর্ধেকেরও বেশি সম্পদ।” সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উল্লেখ করে এদিন রাহুল গান্ধী বলেন, “প্রধানমন্ত্রীকে আমার পরামর্শ হল, যত দ্রুত সম্ভব এই বৈষম্য দূর করুন।”

আরও পড়ুনঃ কোভিড টিকার পার্শ্ব প্রতিক্রিয়ায় মৃত্যু , ১০০০ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা দায়ের বম্বে হাইকোর্টে

এদিনের ভাষণে দেশের ক্রমবর্ধমান বেকারত্ব নিয়েও মোদী সরকারকে আক্রমণ করেন রাহুল। তিনি বলেন, বিজেপি সরকারের আমলে দেশে বেকারত্বের হার বিগত ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ। ইউপিএ সরকার ১০ বছরে ২৭ কোটি ভারতীয়কে দারিদ্র্য থেকে বের করে এনেছে। আর আপনি ২৩ কোটি মানুষকে দারিদ্রের দিকে ঠেলে দিয়েছেন। আপনি কর্মসংস্থান বৃদ্ধির কথা বলছেন অথচ ২০২১ সালে সালে ৩ কোটি যুবক-যুবতী তাদের চাকরি হারিয়েছেন।

আরও পড়ুনঃ ঝাড়খন্ডে ইসিএলের খনি দুর্ঘটনায় দায়ের হয়নি কোন অভিযোগ, বন্ধ হল উদ্ধারকাজ

রাহুল গান্ধীর এদিনের ভাষণে উঠে এসেছে আম্বানি-আদানির কথাও, করোনার বিভিন্ন ভ্যারিয়ান্টের সাথে তুলনা করে এই দুই মোদী ঘনিষ্ঠ শিল্পপতিকে A-A ভ্যারিয়ান্ট বলে উল্লেখ করেন রাহুল। মোদী সরকার কিভাবে দেশের অসংগঠিত ক্ষেত্রকে ধ্বংস করেছে সেকথাও তুলে ধরেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here