নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
নিজের ফেসবুক প্রোফাইলে কোভিড টিকার কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাহুল গান্ধীর।গতকাল কেন্দ্রীয় সরকার ঘোষণা করে যে আগামী ১ মে থেকে দেশের সমস্ত প্রাপ্তবয়স্ক নাগরিক কোভিড টিকা নিতে পারবেন।
টিকা প্রস্তুতকারক সংস্থাগুলিকেও তাদের মোট উৎপাদনের ৫০% টিকা খোলা বাজারে বিক্রি করারও অনুমতি দিয়েছে সরকার। ঠিক এই প্রসঙ্গে মুখ খুলেছেন রাহুল।
তাঁর অভিযোগ:
১. ১৮ থেকে ৪৫ বছর বয়স্কদের বিনামূল্যে টিকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার। তাঁদের ব্যক্তিগত উদ্যোগে বাজার থেকে টিকা কিনতে হবে।
২. টিকার সরকারি দাম নির্ধারণ না করে তা মধ্যস্বত্বভোগী দালালদের হাতে ছেড়ে দেওয়া হলো।
৩. আর্থিকভাবে দুর্বল শ্রেণীর জন্য কোন বিনামূল্যে ভ্যাক্সিনের ব্যবস্থা কেন্দ্র রাখেনি।
আরও পড়ুনঃ শেষ পর্যন্ত বাতিল আইসিএসসি-র দশম শ্রেণীর পরীক্ষা
রাহুল তাঁর পোস্টে লিখেছেন, “ভারত সরকার যা করছে তা ভ্যাকসিন বন্টন নয় ভ্যাক্সিনের মাধ্যমে বিভাজন। সবটাই স্ট্র্যাটেজি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584