নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
যত দিন যাচ্ছে বেড়েই চলেছে সংক্রমণ। পরিস্থিতি ক্রমশ জটিলতর হয়ে উঠছে। করোনার এই দ্বিতীয় ঢেউ থেকে রক্ষা পেতে লকডাউনই এখন একমাত্র পথ, বলছেন রাহুল গান্ধী।কেন্দ্রের উদ্দেশ্যে টুইট করে তিনি বলেন, ‘বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলার একমাত্র উপায় সম্পূর্ণ লকডাউন।
কেন্দ্রের উচিত সবকিছু বিবেচনা করে লকডাউন ঘোষণা করা। কোভিডের দ্বিতীয় ঢেউ ও লকডাউন নিয়ে সরকারের এই খামকেয়ালিপনা বহু নিরীহ মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।’আগের বছরের লকডাউনের স্মৃতি মাথায় রেখে অনেক পরিযায়ী শ্রমিকই ধরেছেন বাড়ির পথ।
I just want to make it clear that a lockdown is now the only option because of a complete lack of strategy by GOI.
They allowed, rather, they actively helped the virus reach this stage where there’s no other way to stop it.
A crime has been committed against India.
— Rahul Gandhi (@RahulGandhi) May 4, 2021
আরও পড়ুনঃ ‘২০০০ সালের প্রথম দিকের বিরাট রূপটা দেখান মোদীজি’ টুইট কঙ্গনার, বন্ধ অ্যাকাউন্ট
মার্কিন স্বাস্থ্য সচিব অ্যান্টনি ফসিও ভারতের করোনা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দায়ী করেছেন। লকডাউনের পক্ষে প্রশ্ন তুলেছে শীর্ষ আদালতও। তবে কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত লকডাউন নিয়ে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি। কিছুদিন আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, দেশে লকডাউনের এখনই কোনো পরিকল্পনা নেই কেন্দ্রের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584