মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
ফের দু’দেশের মধ্যে উত্তেজনার পারদ চড়ে গেছে। লাদাখে পাঁচ হাজার সেনা জমায়েত করেছে চিন, প্যাঙ্গোঙ্গ লেকের কাছে। সীমান্তের চার জায়গায় রীতিমত আগ্রাসী ভূমিকা নিয়েছে তারা। বেশ কিছু জায়গায় অস্থায়ীভাবে তাঁবু তৈরী করার খবরও পাওয়া গেছে। এই প্রসঙ্গে রাহুল গান্ধীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সরকারের খোলসা করে বলা উচিত লাদাখে একন ঠিক কী হচ্ছে। তথ্য না পেলে এই বিষয় কিছু অবস্থান নেওয়া কঠিন বলেও জানান তিনি।

এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হওয়া সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন রাহুল। রাহুল বলেন, তিনি অনেক রকম কথা শুনছেন এই বিষয়ে। একটা কিছু অনুমান করে তারপর সেই অনুমানে ভিত্তিতে কিছু বলতে চান না বলে জানান রাহুল গান্ধি।
Watch my LIVE video press conference on the Covid crisis, the Lockdown & other related issues. https://t.co/6O83YiAPXX
— Rahul Gandhi (@RahulGandhi) May 26, 2020
তবে কেন্দ্রকে ঘটনাপ্রবাহ বিষদে ও লাদাখের বর্তমান পরিস্থিতি জানানোর কথা বলেন তিনি। এদিন রাহুল প্রশ্নবান ছুঁড়ে দেন কেন্দ্রের দিকে।
আরও পড়ুনঃ রামমন্দির নির্মাণে অর্থের অভাব হবে না, জানালেন মহন্ত নৃত্য গোপাল দাস
চিনের সঙ্গে লাদাখে কী হচ্ছে বা নেপালের সঙ্গে কী হচ্ছে, সেই নিয়ে অবস্থান স্পষ্ট করছে না কেন সরকার। কেন্দ্রকে সবকিছু জানাতে বলেন তিনি। এর আগে শুধু অনুমানের ওপর ভিত্তি করে কিছুই বলতে চাননি রাহুল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584