নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
রবিবার মেদিনীপুরে রাজ্যের তৃণমূল সরকারকে তুলোধোনা করলেন বিজেপির কেন্দ্রীয় কমিটির নেতা রাহুল সিনহা।
এদিন বিজেপির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির কার্যালয়ে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে যোগদান করেন বিজেপির এই কেন্দ্রীয় কমিটির নেতা। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি সমিত কুমার দাস, বিজেপি নেতা শুভজিৎ রায় ,অরূপ দাস সহ অন্যান্য নেতারা।

আরও পড়ুনঃ যোগ্য জবাব দেওয়া হয়েছে, মন কি বাত-এ আশ্বস্ত করলেন মোদী
প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শেষ হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল সিনহা বলেন, ‘যেখানে কাটমানি নেই সেখানে তৃণমূল কংগ্রেস নেই। কৃষক সম্মান নিধি প্রকল্পে কাট মানি নেই। তাই বাংলায় চালু হতে দেয়নি। আয়ুষ্মান ভারত প্রকল্পে কাটমানি নেই। তাই চালু হতে দেয়নি মমতার সরকার। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ও শৌচাগার প্রকল্পে কাটমানি রয়েছে। তাই এ রাজ্যে চালু করেছে মমতার সরকার। যেখানে কাটমানি রয়েছে সেখানেই তৃণমূল কংগ্রেস রয়েছে।’
একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ‘আমপান ঝড়ের পর ত্রাণ নিয়ে দুর্নীতি হয়েছে। রাজ্যের মানুষ সব কিছুই জানতে পেরেছে।’ বিজেপিকে কোথাও কোনো কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না বলে এদিন অভিযোগ তোলেন রাহুল। তিনি বলেন, ‘ভার্চুয়াল সভার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য রাজ্যের প্রতিটি মানুষ দেখছেন। যার ফলে তৃণমূল কংগ্রেস এখন থেকেই অস্বস্তিতে পড়েছে।
আরও পড়ুনঃ সালারে শক্তিবৃদ্ধি তৃণমূলের
পুলিশ ও দুষ্কৃতীরা এক হয়ে বিজেপি কর্মীদের ওপর হামলা করছে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার হেড়িয়া এলাকায় বিজেপির এক কর্মীকে গুলি করা হয়েছে। এ জিনিস চলতে পারে না।’ রাজ্যে পরিবহণ সমস্যার বিষয়টিও তুলে ধরেন তিনি। তিনি বলেন, ‘বেসরকারি বাস মালিকদের সাথে কথা বলে তাদের সমস্যা মিটিয়ে রাজ্যের মানুষকে কষ্ট না দিয়ে যাতে রাস্তায় বাস চলাচল করে তার ব্যবস্থা করুক রাজ্য সরকার।’ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী মুখে এক কথা বলেন আর কাজ করেন আলাদা। ওনার কাজ আর কথার কোন মিল নেই।
তাই ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ পরিবর্তনের পরিবর্তন আনার জন্য মুখিয়ে রয়েছেন। যেভাবে বাংলার মানুষ সিপিএমকে প্রত্যাখ্যান করেছিল তেমনি তৃণমূল কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584