গোপনে নজদারি চালাচ্ছে আরোগ্য সেতু অ্যাপ, দাবি রাহুলের

0
754

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

করোনা তথ্য বিষয়ে কেন্দ্রীয় সরকারের লঞ্চ করা আরোগ্য সেতু অ্যাপ নিয়ে সরব হলেন রাহুল গান্ধী। আনেন নজরদারি চালানোর অভিযোগ।

Rahul Gandhi | newsfront.co
গ্রাফিক্স চিত্র

রাহুল তাঁর ট্যুইট দাবি করেন ‘আরোগ্য সেতু অ্যাপ একটি উন্নতমানের নজরদারি ব্যবস্থা৷ একটি বেসরকারি সংস্থাকে আউটসোর্স করা হয়েছে৷ গুরুতর ভাবে তথ্য নিরাপত্তা লঙ্ঘন ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ চিন্তার বিষয়৷ প্রযুক্তি আমাদের সুরক্ষিত করে, কিন্তু নাগরিককে না জানিয়ে তাঁর গতিবিধিতে গোপনে নজরদারি চালানো ঠিক নয়৷ মানুষের ভয়ের সুযোগ নেওয়া ঠিক নয়৷’

প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই এই অ্যাপ সরকারি কর্মীদের মোবাইলে ইনস্টল করা আবশ্যিক করেছে কেন্দ্র৷ একই সঙ্গে বেসরকারি চাকরিজীবী ও কন্টেনমেন্ট জোনেও বাসিন্দাদেরও এই অ্যাপ ইনস্টল করা বাধ্যতামূলক করেছে কেন্দ্র৷

দেশে করোনা আক্রান্তদের উপর নজরদারি চালাতে এ বছর এপ্রিলের শুরুতে আরোগ্য সেতু অ্যাপটি লঞ্চ করে কেন্দ্র৷ ব্লুটুথ এবং জিপিএস-এর মাধ্যমে অ্যাপ ব্যবহারকারীর গতিবিধির উপর নজর রাখা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here