নিজস্ব আঙ্গিকে নওদায় রায়বেঁশে নৃত্যের প্রদর্শন

0
529

অর্নিবান দে,বহরমপুরঃ

পশ্চিমবঙ্গের বিশেষত মুর্শিদাবাদ, বীরভূম ও বর্ধমানের এক সুপ্রাচীন ও ঐতিহ্যমন্ডিত আঞ্চলিক নৃত্য হল রায়বেঁশে নৃত্য। তবে এই নৃত্যশৈলী প্রথম চালু হয়েছিল কোথায় তা নিয়ে মতভেদ রয়েছে। বেশী অংশ মানুষ এটিকে বীরভূমের বলে অনর্থক দাবী করলেও বলা যায় এর জন্মস্থল মুর্শিদাবাদেরই বড়ঞা থানাঞ্চলে।

ছবিঃপ্রতিবেদক

তবে সম্প্রতি বড়ঞার পাশাপাশি নওদা ব্লকেও এই নৃত্যরূপ নিজস্ব আঙ্গিকে বেড়ে উঠেছে। বেশ কয়েকজন কচিকাঁচাদের নিয়ে গড়ে উঠেছে বালী রায়বেঁশে অ্যাকাডেমী।
রবিবার বালী রায়বেঁশে অ্যাকাডেমী ও স্বেচ্ছাসেবী সংস্থা “দিশারী” এর যৌথ উদ্যোগে নওদার বালী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে হয়ে গেল রায়বেঁশে নৃত্যের এক সোনালী আসর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল আউটরিচ ব্যুরো এর ডিরেক্টর ও দিশারী এর প্রতিষ্ঠাতা ভারতনাট্যম শিল্পী মানসী দাস, সংস্থার কর্ণধার মৃন্ময়ী সরকার, বিখ্যাত কবি ও সাহিত্যিক সৈয়দ শীষ মহম্মদ ও আরও অনেকে।

ছবিঃপ্রতিবেদক

২০১৮ সালের ছাত্র-যুব উৎসবে রাজ্যে প্রথম স্থানাধিকারী নওদার সৌরভ চক্রবর্তীর গান দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। শীষ মহম্মদ তার সংক্ষিপ্ত বক্তব্যে নওদা ব্লকে লোক সংস্কৃতির বাস্তব চিত্র তুলে ধরেন। পরে মানসী দাস বলেন “ক্রমাবলুপ্ত লোক সংস্কৃতির অস্তিত্ব রক্ষাথ্যে আমাদের এই প্রয়াস। বৰ্তমান যুব সমাজ তাদের সংস্কৃতির ঐতিহ্যকে ভুলতে বসেছে। তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে ও এইসব আঞ্চলিক লোক সংস্কৃতিকে উৎসাহিত করতে আমরা ১৯৯৬ সাল থেকে আন্তরিকভাবে কাজ করে চলেছি।”

ছবিঃপ্রতিবেদক

জনা-বারো কচিকাঁচা নিয়ে ২০১৫ সাল নাগাদ বালী রায়বেঁশে অ্যাকাডেমী গ্রাম্যভাবে তাদের মহড়া শুরু করে। পরে ২০১৬ সাল নাগাদ মুর্শিদাবাদেরই একজন বিখ্যাত রায়বেঁশে শিল্পী আবু সালেহ এর সংস্পর্শে আসে যা তাদের নৃত্যশৈলীকে আরও সুদৃঢ় করে তোলে। অনুকূল-প্রতিকূল অবস্থা পেরিয়ে তারা রাজ্যের বিভিন্ন স্থানে ও রাজ্যের বাইরে তাদের শৈলী প্রদর্শনের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। আগামী মাসে তারা পাড়ি দিতে চলেছে মায়া নগরী মুম্বাই। অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাদের এই যাত্রাপথে শুভকামনা জানান। অনুষ্ঠানের অন্তিম লগ্নে দিশারী সংস্থার সহায়তায় এলাকার দুঃস্থ লোকশিল্পীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ দুর্গোৎসব ঘিরে মৃৎ শিল্পীদের সঙ্গে ব্যস্ত মালাকাররা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here