শ্যামল রায়, বর্ধমান:-
আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে পূর্ব বর্ধমান জেলা জুড়ে চোলাই মদের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ ও আবগারি দপ্তর। বুধবার জেলার বিভিন্ন জায়গা থেকে অভিযান চালিয়ে পুলিশ শতাধিক দুষ্কৃতীকে গ্রেফতার করে বলে জানা গিয়েছে।

পঞ্চায়েত ভোটের আগে বেআইনি চোলাই মদের রমরমা কারবার নিয়ন্ত্রণে আনতেই এই ধরনের অভিযান বলে আবগারি দপ্তর সূত্রে খবর।
আবগারি দফতরের সারকেল এবং ডিভিশন যৌথ উদ্যোগে এই অভিযান শুরু করেছে জেলাতে।
গত এক মাসে বেআইনী চোলাই মদের কারবার চালানোর অভিযোগে পুলিশ ৩০জনকে গ্রেপ্তার করেছিল।এই কয়দিনে ফের পুলিশ অভিযানে নেমে মোট ১০০ জনকে গ্রেপ্তার করল।
ভোটের আগে এই অভিযান আরো শক্ত পোক্ত করা হবে বলে গালি সূত্রে জানানো হয়েছে। জেলায় ভোটের সঙ্গে চোলাই মদের যে সম্পর্ক তাতে ডিভোর্স আনাই আবগারি দপ্তর এর কাছে প্রধান চ্যালেঞ্জ। পূর্ব বর্ধমান জেলায় নির্দিষ্ট কয়েকটি জায়গায় বেআইনি চোলাই মদ তৈরীর ইতিহাস রয়েছে। বর্ধমানের বিজয়রাম, শক্তিগড়ের বাম, মেমারির মন্ডলগ্রাম ,মঙ্গলকোটের নিগন, জামালপুরের কনকপুর, বর্ধমানের কুরমুন ও পলাশী উল্লেখযোগ্য।
এছাড়াও হুগলিতে তৈরি হওয়া চোলাই মদের বর্তমানে বেশ চাহিদা আছে। হুগলি হয়ে গুপ্তিপাড়ার চোলাই মদ ট্রেনে করে কাটোয়ায় আনা হয়। অন্যদিকে হুগলির চোলাই মদ রায়না ও জামালপুরেও বাঁসে চাপিয়ে আমদানি করা হয় বলে অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে।
ভোটের মুখে চোলাই মদ আমদানি করার পথ বন্ধ করার জন্যই পুলিশি অভিযান শুরু হয়েছে। তবুও আবগারি দফতরের বর্ধমান ডিভিশনের আধিকারিক জানিয়েছেন যে তাদের চোলাই মদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584