শুভদীপ ভট্টাচার্য্য, কলকাতাঃ
সমকাজে সমবেতনের দাবীতে অধ্যাপকদের মিছিলে-শ্লোগানে এক উত্তাল দিনের সাক্ষী থাকল মিছিল নগরী। গোটা রাজ্য থেকে প্রায় তিন সহস্রাধিক আংশিক সময়ের অধ্যাপক পা মেলান মিছিলে। বৃষ্টি মাথায় করে সারারাজ্যের আংশিক সময়ের অধ্যাপকেরা রাজপথের দখল নিয়ে জানান দিতে আসে তাদের দাবী। আকাশ ভেঙে বৃষ্টি নামার মুহুর্তে শুরু হয় মিছিল। সুবোধ মল্লিক স্কোয়্যারে তখন অগুন্তি মানুষের মাথা। উদ্দেশ্য নবান্ন অভিযানের। পায়ে পায়ে এগোতে থাকে মিছিল। গন্তব্য এগিয়ে আসার সঙ্গে সঙ্গে চড়তে থাকে সুর, দৃপ্ত স্বরে ওঠে শ্লোগান। শ্লোগানে শ্লোগানে মিছিল তখন তারুণ্যে প্রবেশ করেছে যেন।
সুপ্রিম কোর্টের সমকাজে সমবেতনের নির্দেশনামা কার্যকর করেনি রাজ্যসরকার। বেতনের ক্ষেত্রে আংশিক ও পূর্ণ সময়ের অধ্যাপকদের ব্যাবধান বিরাট। কিন্তু কাজের সময়সীমা একই প্রায়। তারই প্রতিবাদে মিছিল আংশিক সময়ের অধ্যাপকদের। রাণী রাসমণি রোড হয়ে মিছিল মেট্রো চ্যানেলে পৌঁছলে, অধ্যাপক দের প্রতি বঞ্চনার কালা সার্কুলার পোড়ানো হয় সংগঠনের তরফে।
এদিন কুটাব নেতৃত্বের সঙ্গে দীর্ঘ আলোচনাও করেন উচ্চশিক্ষামন্ত্রী। তিনি আশ্বাস দেন শিক্ষকদের রেগুলারাইজেশনের বিষয়ে। পি এফ এর ব্যাবস্থাও করবার আশ্বাস দেন তিনি।
আশ্বাস কার্যকর না হলে ২০শে আগস্ট কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে ডেপুটেশনের সিদ্ধান্ত কুটাবের। একই সঙ্গে আশ্বাস পূরণে সরকার ব্যার্থ হলে ৪ ও ৫ই সেপ্টেম্বর পাঁচ হাজার আংশিক সময়ের অধ্যাপক একযোগে মুখ্যামন্ত্রীর বাড়ির সামনে রাস্তা ঘেরাও করে অনশনে বসবে কুটাব, বলে জানিয়েছেন কুটাব এর সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584