মনিরুল হক, কোচবিহারঃ
পচা মাছ বিক্রি ঠেকাতে ফের অভিযানে নামল কোচবিহার পুরসভা। আজ সকালে পুরসভার একটি দল কোচবিহার ভবানিগঞ্জ বাজারে পচা মাছ বিক্রি করা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে যান। গতকাল শহরের একটি বিরিয়ানির দোকানে হানা দিয়ে পচা মাংস উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কোচবিহারে। এরপরেই পুরসভার পক্ষ থেকে ওই বিরিয়ানির দোকানটি বন্ধ করে দেওয়া হয়। আজ সকালে বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে কোচবিহার পুরসভার একটি দল মাছ বাজারে হানা দেয়। যদিও এদিন তারা কোন পচা মাছের সন্ধান পাননি।
পুরকর্মী বিশ্বজিৎ রায় জানান, “গোপন সুত্রে খবর পেয়ে কোচবিহার ভাবানিগঞ্জ বাজারে কয়েকটি দোকানে তল্লাশি চালাই। খবর ছিল বাইরে থেকে বাজারে পচা মাছ আসছে। বাজারে কয়েক কাটুন পচা মাছের এসেছিল। কিন্তু মাছের ব্যাবসায়ীরা সেই মাছ আড়তে তোলেনি। তারা সেই পচা মাছ ফেরত পাঠিয়ে দেন।”
বাজারের এক মাছ ব্যাবসায়ী রাজেশ মহন্ত বলেন, “আজ সকালে মাছের গাড়ি ঢোকে। পচা মাছ এসেছিল। আমরা সেই মাছ না নিয়ে ফিরিয়ে দিয়েছি।” ভাগার কাণ্ডের পর থেকে নড়েচড়ে বসেছে কোচবিহার পুরসভা। পুরসভার একটি দল প্রতিনিয়ত শহরের খাবারের দোকান গুলিতে খাবারের মান খতিয়ে দেখতে অভিযান শুরু করে। পচা ও দুর্গন্ধযুক্ত মাংস এবং মাছ নজরে আসলেই তা শহরের বাসিন্দাদের ওই বিষয়ে পুরকর্মীদের জানাতে আবেদন জানিয়েছে পুরসভা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584