নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রাজ্যের গ্রিন জ়োনগুলিতে কুড়িজন যাত্রী নিয়ে বেসরকারি বাস চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু সোমবার বাস চালায়নি রায়গঞ্জ বাস ওনার্স অ্যাসোসিয়েশেন।তাদের আশঙ্কা, বাস পরিষেবা শুরু করলে সংক্রমিত হতে পারেন বাস চালক থেকে শুরু করে কনডাক্টররা।লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হয়েছে ।
তবে রাজ্যের গ্রিন জ়োনগুলিতে অল্প যাত্রী নিয়ে বেসরকারি বাস চালানোর অনুমতি দিয়েছে রাজ্য সরকার। কিন্তু সরকারের এই নির্দেশ মানতে অস্বীকার করে রায়গঞ্জ বাস ওনার্স অ্যাসোসিয়েশন। তাই সোমবার বাস পরিষেবা দেয়নি তারা। বাস চালালে যদি চালক বা অন্য কোন কর্মী করোনাতে আক্রান্ত হন, তবে নতুন করে সমস্যায় পড়বেন বাস মালিকরা।
আরও পড়ুনঃ রেশন দুর্নীতির বিরুদ্ধে খাদ্যমন্ত্রীর কুশপুতুল দাহ বিজেপির
তাই সরকারি নির্দেশ না মানার সিদ্ধান্ত নিয়েছেন তারা। রায়গঞ্জ বাস ওনার্স অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। অন্যদিকে সরকারের অনুমতি মেলায় সোমবার সকাল থেকে রায়গঞ্জে কিছু দোকানপাট খুলেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584