২০’র নববর্ষ মনে করিয়ে দিচ্ছে দশ বছরের পুরনো পয়লা বৈশাখকে

0
50

প্রীতম সরকার, রায়গঞ্জঃ

সালটা ছিল ২০১০, তারিখ ১৩ এপ্রিল। প্রবল টর্নেডোর আঘাতে তছনছ হয়ে গিয়েছিল রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলার অধিকাংশ এলাকা। সে বছরও ঘোর দুঃশ্চিন্তার মধ্যে কেটেছিল বাংলা নববর্ষ। এমনকি টর্নেডোতে ভেঙে পড়েছিল রায়গঞ্জ জেলার অধিকাংশ বাড়ি।

Empty road | newsfront.co
শুনশান পয়লা বৈশাখের রাস্তা। নিজস্ব চিত্র

এমনকি পাকা দালানবাড়িও ক্ষতির হাত থেকে বাদ যায়নি। পাশাপাশি উড়ে গিয়েছিল প্রায় সব কাঁচা বাড়ির টিনের ছাদ। উপড়ে পড়েছিল প্রচুর বড় বড় গাছও। আর আজ, আবারও একটি বাংলা নববর্ষ। দশ বছরের স্মৃতি ফিরে আসছে জেলাবাসীর মনে।

আরও পড়ুনঃ লকডাউনে বাঁধ সাধলো শতাব্দি প্রাচীন বুড়ি মার পূজো, মাথায় হাত ব্যবসায়ীদের

তবুও সে বছর সামান্য কিছু ব্যবসায়ীরা ব্যবসা করতে পেরেছিলেন। কিন্তু ম্লান হয়ে গিয়েছিল বাংলা নববর্ষের আনন্দ। দশ বছর পরে আজও আবার সেই আনন্দ নেই জেলাবাসীর।

তবে এই আনন্দের বিপর্যয়টা শুধু জেলাবাসীরই নয়,নিরানন্দ গোটা বিশ্ব জুড়ে। বিশ্বে মারণ করোনা ভাইরাসের থাবায় টানা ২১ দিন ঘরবন্দি সারা ভারতের মানুষ। তবে আরও বেশ কয়েকদিন ঘরবন্দি থাকার মেয়াদ বাড়ানোর কথা মঙ্গলবার দেশবাসীর উদ্দেশ্যে বলেন প্রধানমন্ত্রী।

তবে প্রতি বছর ১৪ই এপ্রিল বাংলা নববর্ষ হলেও, চলতি বছর এই দিনটিতে রাস্তাঘাট শুনশান হওয়ায়, দশ বছরের আগের স্মৃতি মনে করিয়ে দিচ্ছে জেলাবাসীকে। তবে বিপদ এবার আরও বেশি। করোনা ভাইরাসের সঙ্গে লড়তে হচ্ছে দেশবাসীকে। তার সাথে ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা পেতে সব সময় সচেতন থাকতে হচ্ছে রাজ্যবাসীকে।

তবে ২০১০ সালের বংলা নববর্ষের প্রথম দিনটা খারাপ কাটলেও, বছরটা কিন্তু ভালোই কেটেছিল। এবারও তাই প্রার্থনা করছেন শহরবাসী। তাই ২০২০ সালের আগামী দিনগুলিও যেন ওই বছরের মতো ভালোই কাটে। সেই আশাতেই বুক বেঁধেছে রাজ্যবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here