জাতীয় স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা, রূপা-ব্রোঞ্জ পদক জয় রায়গঞ্জের

0
58

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

জাতীয় স্তরের ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ৬ টি সোনা, তিনটি রূপা ও তিনটি ব্রোঞ্জ পদক জয় করে উত্তর দিনাজপুর জেলা তথা বাংলার ক্রীড়াজগতের মুকুটে পালক যুক্ত করল রায়গঞ্জের উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে অ্যাকাডেমির পাঁচ প্রতিযোগী। খুশীর হাওয়া উত্তর দিনাজপুর জেলার ক্রীড়া মহলে। রায়গঞ্জের এই ক্ষুদে ক্যারাটে খেলোয়াড়দের সাফল্যে গর্বিত হল গোটা বাংলা।

raiganj candidate won the national karate championship | newsfront.co
নিজস্ব চিত্র

গত ৭ থেকে ৯ ই ফেব্রুয়ারী হায়দ্রাবাদের বিশাখাপত্তনমে বসেছিল ন্যাশনাল জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপের আসর। সারা দেশ থেকে মোট ১৪ টি রাজ্যের দুই শতাধিক ক্যারাটে প্রতিযোগী অংশগ্রহন করে।

প্রতিযোগিতায় প্রথম স্থান পায় অন্ধ্রপ্রদেশ, দ্বিতীয় স্থান লাভ করে তেলেঙ্গানা এবং তৃতীয় স্থান পায় পশ্চিমবঙ্গ। বাংলা থেকে মোট ১৭ জন প্রতিযোগী অংশগ্রহন করেছিল। যারমধ্যে ৫ জন প্রতিযোগী ছিল রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার।

raiganj candidate won the national karate championship | newsfront.co
নিজস্ব চিত্র

বাংলার মোট ৮ টি স্বর্ণপদকের মধ্যে ৬ টিই পায় রায়গঞ্জের উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে অ্যাকাডেমির ৫ জন প্রতিযোগী। ৫ টি স্বর্ণপদক ছাড়াও ৩ টি রৌপ্যপদক ও ৩ টি ব্রোঞ্জ পদক ছিনিয়ে আনে রায়গঞ্জের ক্যারাটে প্রতিযোগীরা।

raiganj candidate won the national karate championship | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বাঘরোল উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য

উত্তর দিনাজপুর স্পোর্টস ক্যারাটে অ্যাকাডেমির প্রশিক্ষক শিবু কর্মকার বলেন, ন্যাশনাল জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপে বাংলা তৃতীয় স্থান পেলেও রায়গঞ্জের পাঁচ ক্ষুদে ক্যারাটে প্রতিযোগী ৬ টি স্বর্ণপদক সহ মোট ১২ টি পদক জয়লাভ করে উত্তর দিনাজপুর জেলা তথা বাংলার মুখ উজ্জ্বল করেছে।

রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের মাঠে তারা অনুশীলন চালিয়ে যাচ্ছে আগামীতে আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগীতায় সুযোগ পাওয়ার আশায়। রায়গঞ্জের এই ক্ষুদে ক্যারাটে খেলোয়াড়দের সাফল্যে খুশীর হাওয়া উত্তর দিনাজপুর জেলার ক্রীড়া মহলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here