নিজের ওয়ার্ডের দুঃস্থ মানুষদের জন্য এগিয়ে এলেন রায়গঞ্জের পুরপিতা

0
21

প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ

রায়গঞ্জ শহরের পুর এলাকার জন্য এতদিন নিরলসভাবে পরিশ্রম করেছেন তিনি। এবার নিজের ওয়ার্ডের দুঃস্থ মানুষদের জন্য বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। ২৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সাথে আলোচনা করে এবং তাদের পরামর্শ অনুযায়ী ওয়ার্ডের প্রায় তিন শতাধিক দুঃস্থ পরিবারের তালিকা তৈরি করে বুধবার থেকে ত্রাণ দেওয়া শুরু করলেন পুরপিতা সন্দীপ বিশ্বাস।

distribution | newsfront.co
রায়গঞ্জে দুঃস্থদের ত্রাণ বিলি। নিজস্ব চিত্র

তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিলি শুরু করেছেন। নোভেল করোনা মহামারি প্রতিরোধে সারা দেশ জুড়ে লকডাউন চলাকালীন সরকার নির্দেশিত সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সাধারন মানুষের হাতে তুলে দিচ্ছেন।

আরও পড়ুনঃ  লকডাউনে রায়গঞ্জে দুঃস্থ মানুষদের সহযোগিতা করতে এলো যুবকদল

দুঃস্থ মানুষের সঙ্গে ওয়ার্ডের রাজপথের ধারে বসবাসকারী সাফাইকর্মীরা যারা দিন-রাত পরিশ্রম করে এই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন। তাই তাদের তিনি এদিন পাঁচ কেজি চাল, দু কেজি আলু, সোয়াবিন ২০০গ্রাম, একটি সাবান দেন।

শুধু তাই নয় সামগ্রীর সাথে তাদের নগদ একশো টাকা করে প্রত্যেকের হাতে তুলে দেন সন্দীপ বাবু । এদিনের এই দান পেয়ে খুশি সমাজের বন্ধুরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here