পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ
করোনা মোকাবিলায় সাধারন মানুষকে সচেতন করা এবং তাদের পাশে সার্বিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেস।
সংক্রমণ প্রতিরোধে দেশ জুড়ে চলছে লক ডাউন পিরিয়ড। এই লক ডাউন পিরিয়ডে খেটে খাওয়া মানুষদের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু প্রকল্প ঘোষণা করা হয়েছে।
এবার তাঁর দলের সৈনিকেরাও লক ডাউনের প্রভাবে খাবারের সমস্যায় পড়ে যাওয়া দুঃস্থ গরীব এবং দিন মজুরদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহন করল।
আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে বাজারের একাংশ সরালো প্রশাসন
শনিবার সকালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার অর্নব মণ্ডল, তাঁর নিজের ১৩ নম্বর ওয়ার্ড সামগ্রী বিলি করার পাশাপাশি তাঁর স্ত্রী কাউন্সিলর পায়েল মণ্ডলের ২০ নম্বর ওয়ার্ডের খেটে খাওয়া দিন মজুর ও বস্তি এলাকার বাসিন্দাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, তাদের ঘরে ঘরে পৌঁছে দিতে চলেছেন চাল ও আলু।
এর পাশাপাশি তাদের সচেতন করার লক্ষে সাবান দিয়ে হাত ধোওয়ার জন্য বিলি করা হচ্ছে সাবানও।
পাশাপাশি এলাকায় কিংবা হাটে বাজারে ভীড় এড়াতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামীকাল থেকে পুরসভার ১৩ ও ২০ নম্বর ওয়ার্ডের দুঃস্থ বাসিন্দাদের হাতে ৫ কেজি করে চাল, ২ কেজি করে আলু এবং ১ টি করে সাবান বিতরণ করার উদ্যোগ নিয়েছেন রায়গঞ্জের তৃণমূল যুব নেতা তথা পুরসভার কাউন্সিলর অর্নব মণ্ডল।
তাঁর এই উদ্যোগে দুটি ওয়ার্ডে বহু দুঃস্থ মানুষ এই লক ডাউন পিরিয়ডে ভীষণভাবে যে উপকৃত হবে তা বলাই বাহুল্য। এদিন তৃণমূল যুব নেতা তথা রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর অর্নব মণ্ডল জানিয়েছেন,”রাজ্যের মুখ্যমন্ত্রী করোনা মোকাবিলায় লক ডাউন পিরিয়ডে দুস্থ গরীব দিনমজুর মানুষদের জন্য বেশকিছু প্রকল্প হাতে নিয়েছেন। আমিও এলাকার দুঃস্থ মানুষদের এই বিপদের দিনে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি”।
এছাড়াও অর্নববাবুর দাবি, তার দেওয়া এই খাদ্য সামগ্রী এইসব মানুষের শেষ হয়ে গেলেও, তিনি আবারও তাদের দেবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584