নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনার উপসর্গ নিয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আরও এক রোগীর মৃত্যু হয়। জানা যায় বছর সাতচল্লিশের ওই ব্যক্তির বাড়ি ডালখোলা থানার বাজারগাঁও এলাকায়। এই নিয়ে গত এক সপ্তাহে রায়গঞ্জ মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় দু’জন রোগীর মৃত্যু হল।
যদিও স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে যে তাঁদের কেউই করোনায় আক্রান্ত হয়ে মারা যাননি। তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে।তবে এ নিয়ে হাসপাতালের কর্তৃপক্ষের দাবি, করোনার বেশ কিছু উপসর্গ নিয়ে ওই ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়। তারপর সন্দেহবশত গত ১৮ ই এপ্রিল ওই ব্যক্তির লালারস পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনঃ কালিয়াগঞ্জকে সংক্রমণের হাত থেকে বাঁচাতে স্যানিটাইজ পুরসভার
এরপর ওই আক্রান্ত ব্যক্তির সোয়াব পরীক্ষার রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এসেছে। যদিও তাঁর রিপোর্টে করোনা নেগেটিভ এসেছিল। তবে এদিন শ্বাসকষ্ট ও ফুসফুসের সমস্যার কারণেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে আতংকের কিছু নেই বলে সাফ জানিয়ে দেয় হাসপাতাল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584