নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
করোনা পজিটিভ রোগী মেলায় আতঙ্কে রায়গঞ্জ থেকে ফতেপুর সরকারি বাস চলাচল বন্ধ করল প্রশাসন।রায়গঞ্জ এবং হেমতাবাদ ব্লকে করোনা পজিটিভ রোগী মেলায় সংক্রমনের আশঙ্কায় রায়গঞ্জ- ফতেপুর রুটের বাস চলাচল বন্ধ করে দিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা রায়গঞ্জ ডিপো।
রবিবার রায়গঞ্জ থেকে কোনো বাস ফতেপুর যায়নি। ফতেপুরের পরেই দক্ষিণ দিনাজপুর জেলার শুরু। ওই জেলা গ্রিন জোনে থাকলেও কালিয়াগঞ্জের ফতেপুর যেতে মাঝে হেমতাবাদ পড়ে। শনিবার যে তিনজনের করোনা পজিটিভ পাওয়া গিয়েছে, তাদের মধ্যে একজন হেমতাবাদের বাসিন্দা বলে প্রশাসনিক সূত্রের খবর।
আরও পড়ুনঃ মেদিনীপুরে বন্ধ হলো বেসরকারি হাসপাতাল
এদিন এনবিএসটি-র রায়গঞ্জ ডিপোর তৃনমুল নেতা কৌশিক দে জানিয়েছেন, শুক্রবার থেকে ৪টি রুটে বাস চলাচল শুরু হয়েছিল। অন্য তিনটি রুটে বাস চলাচল স্বাভাবিক থাকলেও ফতেপুর রুট রবিবার থেকে বন্ধ করা হয়েছে। বাস চললেও সব রুটের বাসেই যাত্রী হচ্ছে হাতেগোনা কয়েকজন। কী কারণে ফতেপর রুট বন্ধ করা হলো সে বিষয়ে পরিস্কার কিছু বলতে চাননি কৌশিকবাবু। তিনি বলেছেন, ‘এটা প্রশাসনিক সিদ্ধান্ত’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584