সিএএ-র সমর্থনে-বিরোধিতায় মিছিলময় রায়গঞ্জ

0
26

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

রায়গঞ্জ শহর রবিবার হয়ে উঠল মিছিলময়। একদিকে যখন বাম-কংগ্রেস জোট মিছিল করছে। ঠিক তখনই অন্যদিকে মিছিল করল ভারতবর্ষের নাগরিক সচেতন মঞ্চ। জাতীয় পতাকাকে সামনে রেখে সিটিজেন অ্যামান্ডমেন্ড আইনের সমর্থনে মহামিছিলে ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতাকর্মীরা।যদিও দুই মিছিল পরস্পরের মুখোমুখি হওয়ার সময় দুই মিছিলে থাকা কর্মী সমর্থকদের মধ্যে সামান্য বচসা শুরু হয়। যদিও পুলিশি তৎপরতায় দ্রুত বিষয়টি মিটে যায়।

সমর্থন মিছিল। নিজস্ব চিত্র

আজকের মহামিছিলের নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী। মিছিলে ছিলেন বিজেপির জেলা যুব মোর্চার সভাপতি এবং বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী দোলা মোদক সহ বিজেপির জেলা শীর্ষ নেতৃত্ব।রায়গঞ্জ রেল স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায় জমায়েত হয়ে প্রথমে একটি জনসভা করে বিজেপি নেতৃত্ব। পরে সেখান থেকে কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থকদের মিছিল রায়গঞ্জ শহরের রাজপথ পরিক্রমা করে। মুখে ভারত মাতা কি জয় স্লোগান নিয়ে ব্যান্ড বাজনা, ঢাক সহকারে সুবিশাল এই র‍্যালি রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

প্রতিবাদ মিছিল। নিজস্ব চিত্র

বিজেপির এই মহামিছিলকে ঘিরে রায়গঞ্জের মানুষের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here