নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বাংলাদেশি এক ব্যক্তির মৃতদেহ নিয়ে বিপাকে পড়েছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কতৃর্পক্ষ। আপাতত মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত ব্যক্তির বাড়ি বাংলাদেশে। ভারতে কাজ করতে এসে তাঁর মৃত্যু হয়। দুই দেশের হাইকমিশনের সঙ্গে কথা বলার পরেই সেই মৃতদেহ পাঠানো হবে বলে জানিয়েছে প্রশাসন।
জানা গিয়েছে, বাংলাদেশের কক্সবাজারের বাসিন্দা ওই শ্রমিক রাজস্থানে কাজ করতেন। একটি আন্তর্জাতিক নির্মাণ সংস্থার অধীনে রাজস্থানের দৌসায় কর্মরত ছিল ওই ব্যক্তি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। রাজস্থানের যোধপুর মেডিক্যাল কলেজে মৃতদেহ ময়নাতদন্তের পর বাংলাদেশে নিয়ে যাওয়ার পথে গত রাতে কালিয়াগঞ্জ থানার পুলিশ ওই মৃতদেহ আটক করে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে।
আরও পড়ুনঃ ১২ আগস্ট পর্যন্ত সমস্ত বুকিং বাতিল-সহ টিকিট ফেরত, বিজ্ঞপ্তি জারি রেলের
মৃতদেহের সঙ্গে ছিলেন তিনজন নির্মাণ শ্রমিক। তাঁরা মৃত ব্যক্তির সহকর্মী ছিলেন বলে জানিয়েছে। রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃতদেহ ফেলে রেখেই তাঁরা অন্যত্র চলে গিয়েছে বলে জানা যায়। তাঁদের সাফ কথা, এই মৃতদেহের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। তাঁরা নির্মাণ সংস্থার তরফে মৃতদেহ বাংলাদেশে পৌঁছনোর দায়িত্ব নিয়ে এসেছেন। আইনত কোন ঝামেলাতে তাঁরা জড়াতে চান না। বর্তমানে মৃতদেহ মর্গেই রাখা রয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584