নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনের মাঝে রায়গঞ্জবাসীর মনোবল বাড়াতে অভিনব উপায় নিল পুরসভা। শহরের বিভিন্ন ব্যস্ত রাস্তা থেকে শুরু করে এলাকা মিলিয়ে দুশো’টিরও বেশি মণীষীদের বাণী দেওয়া ফ্লেক্স টাঙানো হয়েছে। এমনকি শহরের বিভিন্ন জনবহুল এলাকাগুলোতে এই ফ্লেক্স টাঙানো হয়েছে।

তবে পুর কর্তৃপক্ষের দাবি, লকডাউনের মধ্যে মানুষ বর্তমানে যে পরিস্থিতির সঙ্গে লড়ছেন, তার ফলে মানসিকভাবে ভেঙে পড়ছেন। এমনকি এর সাথে পাল্লা দিয়ে তৈরি হয়েছে নানান মানসিক জটিলতা। তাই সেই জটিলতা কাটাতে, যাঁরা বিভিন্ন প্রয়োজনে বাড়ির বাইরে আসছেন। সেই সব বাসিন্দাদের নজরে আনা হচ্ছে মণীষীদের অনুপ্রেরণা মূলক বাণীগুলো। এর পাশাপাশি পরবর্তীকালে মানসিক দৃঢ়তা বাড়াতেও সাহায্য করবে বলে মনে করছেন পুর কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে মালদহ পুলিশের দান, সাড়ে দশ লক্ষেরও বেশি
এছাড়াও বর্তমান পরিস্থিতিতে শহরবাসীর মানসিক চাপ কাটাতে এই ব্যবস্থা করা এই কারনেই মনোবল বাড়াতে এই উদ্যোগ। পাশাপাশি যে সব ব্যবসায়ী এই দুর্দিনে মানুষকে সঠিক মূল্যে দ্রব্য কেনাবেচা করছেন, তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করে রায়গঞ্জ পুরসভা থেকে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584