কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মাস্ক বিলিকে কেন্দ্র করে রায়গঞ্জ থানায় অভিযোগ পুরপিতার

0
607

প্রীতম সরকার, রায়গঞ্জঃ

রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরির রায়গঞ্জে মাস্ক বিলি করা নিয়ে থানায় অভিযোগ জানালেন পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস । এদিন তাঁর বিরুদ্ধে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন সন্দীপবাবু ।

mask distribution | newsfront.co
মাস্ক বিলি প্রতিমন্ত্রীর। নিজস্ব চিত্র

তবে সন্দীপবাবুর অভিযোগ, “এই সময়ে সাংসদের কোয়ারেন্টাইনে থাকার কথা । কিন্তু সাংসদ রায়গঞ্জের রাস্তায় মাস্ক বিলি করছেন”। এমনকি সাংসদের যথাযথ স্বাস্থ্য পরীক্ষা হয়েছে কি না, তা খতিয়ে দেখার জন্য পুলিশের কাছে আবেদন জানান সন্দীপবাবু ।

আরও পড়ুনঃ পুলিশের কাছে আসা তালিকায় স্পষ্ট, নিজামউদ্দিনে গিয়েছিলেন মালদার ১৮ জন

complaint letter | newsfront.co
অভিযোগ পত্র। নিজস্ব চিত্র

তবে গত বৃহস্পতিবার দেবশ্রী চৌধুরি রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে সাধারণ মানুষকে করোনা ভাইরাস মোকাবিলার জন্য একাধিক পরামর্শ দেন । শুধু পরামর্শই নয়, জনগনকে সচেতন করতে এদিন মাস্কও বিলি করেন তিনি। তবে এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য, “তিনি নিয়ম মেনেই কাজ করেছেন। অযথা তাঁকে নিয়ে রাজনীতি করা হচ্ছে”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here