নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
পুর এলাকায় স্কুলগুলিতে স্থানীয়দের বাঁধায়, এবার রায়গঞ্জ স্টেডিয়ামের মাঠেই কোয়ারেন্টাইন কেন্দ্র তৈরির সিধান্ত নিল পুর কর্তৃপক্ষ। মূলত চলতি সপ্তাহে মাঝামাঝিতেই এই স্টেডিয়ামের মাঠে ৫০ টি শয্যার কোয়ারেন্টাইন কেন্দ্র চালুর সিদ্ধান্ত নিয়েছে পুরসভা।
এর মধ্যে জেলার প্রতিটি ব্লক ও পুর এলাকায় কোয়ারেন্টাইন কেন্দ্র তৈরি হয়ে গিয়েছে। রায়গঞ্জ পুর এলাকায় তা এখনও করা যায়নি। তবে পুরসভা সূত্রের খবর, দেবীনগরের প্রমোদা সুন্দরী হাই স্কুল এবং তারপরে মহারাজা জগদীশনাথ হাই স্কুলে পুরসভার পক্ষ থেকে কোয়ারেন্টাইন কেন্দ্র চালু করার চেষ্টা করা হয়েছিল।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় আরও কঠোর হলো রাজ্য প্রশাসন
কিন্তু স্থানীয় বাসিন্দাদের বাঁধায় তা করা যায়নি। যদিও এ বিষয়ে পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানান, “স্টেডিয়াম মাঠের আশেপাশে, কোন জনবসতি নেই। সেখানে কোয়ারেন্টাইন সেন্টার করা হচ্ছে। করোনা ভাইরাস মোকাবিলায় পুর এলাকায় কোয়ারেন্টাইন সেন্টার তৈরি রাখতেই হবে বলে রাজ্য সরকার নিয়ম জারি করেছে”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584