অস্থায়ী ব্যবসায়ীদের সুপার মার্কেটে ব্যবসা করার অনুরোধ রায়গঞ্জ পুরসভার

0
71

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

লকডাউনের পরে রায়গঞ্জ শহরের রাস্তার দুপাশের ব্যবসায়ীদের অন্যত্র ব্যবসা করার অনুরোধ জানালো রায়গঞ্জ পুরসভা। এবিষয়ে পুরসভার সুব্রত রায় মেমোরিয়াল সভাকক্ষে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করলেন রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস।

raiganj municipality | newsfront.co
নিজস্ব চিত্র

শহরের দেবীনগর থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত রাস্তার পাশে অস্থায়ীভাবে পসরা সাজিয়ে বসে প্রচুর ব্যবসায়ী ব্যবসা করেন। তাদের ফুটপাথের দোকান থেকে বিভিন্ন জিনিষপত্র কিনতে মানুষের ভিড় হয়। লকডাউন উঠে গেলেও করোনা সংক্রমনের দিক থেকে পুরোপুরি সম্ভাবনাকে এখনই উড়িয়ে দেওয়া যাবেনা।

আরও পড়ুনঃ রেশন দোকানে ঝটিকা সফর মন্ত্রীর, কেন্দ্রের বৈরিতা নিয়ে ক্ষোভ

এজন্য পুরসভা রাস্তার ভিড় কমানোর সঙ্গে যানজট মুক্ত শহর করতে চায়। একারণে চেয়ারম্যান রাস্তার ধারের অস্থায়ী ব্যবসায়ীদের অনুরোধ করেছেন লকডাউন উঠে যাওয়ার পর থেকে তারা যেন আর রাস্তার পাশে অস্থায়ী দোকান নিয়ে না বসে, পুরসভার সুপার মার্কেট ‘সকাল-সন্ধ্যা’তে বসেন।

বিশেষ করে মোহনবাটি এলাকার ফল ব্যবসায়ীদের এই অনুরোধ করা হয়েছে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here