নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ডেঙ্গুর প্রকোপ রুখতে এবার মশা মারার কামান দাগছে রায়গঞ্জ পুরসভা। বৃষ্টির জমা জলে মশা যাতে বংশবৃদ্ধি না করতে পারে, সেজন্য রায়গঞ্জ শহর জুড়ে ‘মশা মারার কামান’ দাগছে পুরসভা। মূলত ডেঙ্গুর প্রকোপ রুখতেই এই পরিকল্পনা নিয়েছে পুরসভা।

বুধবার শহরের মোহনবাটি, কোর্ট গেট, পুর বাসষ্ট্যান্ড থেকে শুরু করে শিলিগুড়ি মোড় এলাকা পর্যন্ত রাস্তার দুপাশের এলাকার নর্দমায় এই মশা নিধনের জন্য এই বিষাক্ত গ্যাস ছড়ানো হয়েছে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীকে তোপ খগেনের
রায়গঞ্জ পুরসভা সূত্রে খবর, বছরভর এই গ্যাস বিভিন্ন ওয়ার্ডে ছড়ানো হয়। আগামীদিনেও সেই কাজ করা হবে। এই দিন আপাতত মহাত্মা গান্ধী রোড, নেতাজি সুভাষ রোড সহ শহরের প্রধান রাস্তায় মশা মারার কাজ হয়েছে। এই গ্যাস ছড়ানোয় মশার লার্ভা ধ্বংস হবে বলে পুরসভার দাবি।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584