প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
সোমবারের তীব্র দাবদাহ উপেক্ষা করে রায়গঞ্জ পুরসভা এলাকার বাড়ি ঘুরে ঘুরে বাসিন্দাদের স্বাস্থ্যের তাপমাত্রা পরীক্ষা করলেন স্বাস্থ্যকর্মীরা।
এদিন রায়গঞ্জ পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে এই কাজ হয়েছে। বাড়ির প্রতি বাসিন্দাকে ডেকে নিয়ে তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষার কাজ করা হয়েছে। অন্যদিকে, সোমবার রায়গঞ্জের নতুন উকিলপাড়া এলাকায় এক ব্যক্তি ভিন জেলা থেকে এসেছেন।
আরও পড়ুনঃ সবচেয়ে বিপজ্জনক তিন জেলার দৈনিক পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ নজরদারি দল
এলাকার কাউন্সিলর তার বাড়িতে স্বাস্থ্যকর্মী নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি ব্যক্তির বাড়ির সামনে ‘কোয়ারেন্টাইন’ পোষ্টার লাগিয়ে এসেছেন।
শনিবার রায়গঞ্জ মহকুমা এলাকায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীদের খোঁজ পাওয়া গিয়েছে। যদিও এলাকায় অযথা আতঙ্ক না ছড়িয়ে করোনা মোকাবিলার সমস্ত বিষয়গুলো মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584