প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন রাজ্যের কোন মানুষ যেন অভুক্ত না থাকে। সে কারনে প্রথমে রায়গঞ্জ রেল ষ্টেশনের সামনে অভুক্ত মানুষদের রান্না করে খাওয়ানোর ব্যবস্থা করেছিল রায়গঞ্জ থানা। কিন্তু সেখানে ভিড় হয়ে যাওয়ায় সামাজিক দূরত্বের নিয়ম মানা হচ্ছে না দেখে পরিকল্পনার বদল করেছে পুলিশ।
বৃহস্পতিবার থেকে ব্যবসায়ী ও পুলিশ কর্মীরা দুঃস্থ মানুষদের বাড়িতে গিয়ে শুকনো খাবার পৌঁছে দেওয়ার উদ্যোগ নিল।এদিন রায়গঞ্জ থানার আইসি শ্রী সুরজ থাপা সহ থানার অন্যান্য আধিকারিক এবং সুভাষগঞ্জ ব্যবসায়ী সমিতির সদস্য, রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সদস্যদের উপস্থিতিতে ত্রাণ তুলে দেওয়া হয়।
আরও পড়ুনঃ নিজের ওয়ার্ডের দুঃস্থ মানুষদের জন্য এগিয়ে এলেন রায়গঞ্জের পুরপিতা
করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশকে মান্যতা দিয়ে যে সকল অসহায়-দুঃস্থ পরিবারগুলো উপার্জনহীন গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে। সেই সকল পরিবারের হাতে সামান্য খাদ্য সামগ্রী পৌঁছে দেবার ক্ষুদ্র প্রয়াস বলে জানান রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584