প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
দেশ জুড়ে লক ডাউনের আজ সপ্তম দিন। আর এই ক-দিন যাবৎ রাস্তায় আটকে পড়েছেন অনেক বহিরাগত। একই সাথে হোটেল, রেস্তোরাঁ বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শহরের বাইরে থেকে আগত অনেক বহিরাগত যাত্রীরা।
কাজের তাগিদে বাইরে থেকে আগত লরি চালক, ভ্যান ও রিক্সা চালক, এমনকি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো ভবঘুরেরা। আর তাদের পেটপুরে খাওয়াতেই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল জেলা পুলিশ প্রশাসন।
আরও পড়ুনঃ মাথাভাঙ্গার একাধিক বুথে ত্রান পৌঁছে দেবার উদ্যোগ মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মনের
রায়গঞ্জ পুলিশ সুপারের উদ্যোগে এবং পুরসভার তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় রায়গঞ্জ ষ্টেশন চত্ত্বরে তাদের পেটপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে। তবে সরকারি নির্দেশিকা অনুসারে সাদা রঙ দিয়ে দূরত্ব বজায় রেখে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে।
এদিন সকাল থেকেই ষ্টেশন চত্ত্বরে এই তদারকি করতে দেখা গেলো রায়গঞ্জ থানার পুলিশকে। এদিকে এ দিনের এই ভোজন ব্যবস্থায় মেনুতে ছিল ভাত, সয়াবিনের তরকারি, ডাল, ডিমের কারি সহ আরও কিছু।
পাশাপাশি লকডাউন যতদিন চলবে তাদের এই ভোজন ব্যবস্থাও চলবে। তবে স্টেশন চত্ত্বরের নির্দিষ্ট স্থানেই দৈনিক এই ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584