তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ
শনিবার কালিয়াগঞ্জ প্রতিবাদ ক্লাব মাঠে সম্প্রীতির ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় রায়গঞ্জ পুলিশ একাদশ। রানার্স হয় কালিয়াগঞ্জ পুরসভা একাদশ।
টসে জিতে রায়গঞ্জ পুলিশ একাদশ ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান করে। কালিয়াগঞ্জ পুর একাদশকে জেতার জন্য টার্গেট রাখে ১২০ রান।অপরদিকে কালিয়াগঞ্জ পুরসভা একাদশ ১২ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে। রায়গঞ্জ পুলিশ একাদশ জয়ী হয় ১০ রানে।

খেলায় ম্যান অফ দি ম্যাচ হয় জেলার পুলিশ একাদশের মনোজ মাহাতো। পুলিশ একাদশের খেলায় অংশগ্রহন করেন পুলিশ সুপার সুমিত কুমার, উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এবং কালিয়াগঞ্জ থানার আই সি আশীষ দলুই।
আরও পড়ুনঃ কালনা রোডে কৃষিকথা প্রাঙ্গণে নবরূপে গড়ে উঠেছে মাটি তীর্থ
অপর দিকে কালিয়াগঞ্জ পুর একাদশের খেলায় অংশগ্রহণ করেন কালিয়াগঞ্জের পুরপিতা কার্তিক পাল ও পুর সভার নির্বাহী আধিকারিক আশুতোষ বিশ্বাস। বিজয়ী রায়গঞ্জ পুলিশ একাদশের ক্যাপ্টেন তথা পুলিশ সুপার সুমিত কুমার ও উত্তর দিনাজপুর জেলা শাসক অরবিন্দ কুমার মিনার হাতে চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেন কালিয়াগঞ্জের বিধায়ক তপন দেবসিংহ।

রানার্সের ট্রফি তুলে দেন কালিয়াগঞ্জ পুর একাদশের ক্যাপ্টেন পুরপিতা কার্তিক পালের হাতে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা ও পুলিশ সুপার সুমিত কুমার।কালিয়াগঞ্জের প্রতিবাদ ক্লাবের ক্রিকেট খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল টান টান উত্তেজনা।
খেলায় অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়দের হাতে একটি করে মোমেন্টো উপহার তুলে দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার নিকিতা ফোনিং, কালিয়াগঞ্জ পুরসভার উপ-পুরপিতা বসন্ত রায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584