নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মাস্ক এবং স্যানিটাইজ়ারের যথেচ্ছ কালোবাজারি রুখতে কড়া পদক্ষেপ নিল রায়গঞ্জ জেলা পুলিশ। শনিবার শহরের নামকরা ওষুধের দোকানগুলিতে মাক্স ও স্যানিটাইজ়ারের কালোবাজারি হচ্ছে কি না তা দেখতে রীতিমতো প্রতিটি দোকানে ঘুরে বেড়ালেন রায়গঞ্জ জেলা পুলিশের আধিকারিকরা।
যদিও মাস্ক এবং স্যানিটাইজ়ারের অভাব থাকায় এই মুহূর্তে কোনও জায়গাতে কালোবাজারির প্রমাণ জোগাড় করতে পারেনি। কোনওভাবেই যাতে কালোবাজারির মত ঘটনা শহরে না ঘটে, তা নিশ্চিত করতেই আগেভাগেই অভিযান চালানো হয়েছে বলে দাবি করেছেন রায়গঞ্জ জেলা পুলিশের আধিকারিকরা।
বিশ্বজুড়ে মাস্ক ও স্যানিটাইজ়ার ব্যবহার করার ঝোঁক বেড়েছে। বাদ নেই রায়গঞ্জবাসীও। সুযোগ বুঝে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী কালোবাজারির শুরু করছে বলে বারবার অভিযোগ উঠেছিল বিভিন্ন জায়গায়। শনিবার শহরের বিভিন্ন ওষুধের স্টকিস্টের কাছে গিয়ে রীতিমতো স্টক মিলিয়ে দেখেছেন রায়গঞ্জ জেলা পুলিশ আধিকারিকরা।
কোথাও সন্দেহ হলেই সে বিষয়ে প্রশ্ন করেছেন দোকানিদের। যদিও কোনও রকমের কালোবাজারি তাঁরা করছেন না বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবার পথে নামল উত্তর দিনাজপুর জেলার বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন।
আরও পড়ুনঃ করোনা নিয়ে সচেতনতার প্রচারে নামার সিদ্ধান্ত ফরওয়ার্ড ব্লকের
রায়গঞ্জের সাধারণ মানুষকে মাস্ক পড়িয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে স্যানিটাইজার তুলে দিলেন ওষুধ ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। বাজার থেকে একেবারে উধাও হয়ে গিয়েছে মাস্ক ও স্যানিটাইজার।অসুবিধা দূর করতে এবং সাধারণ মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতন করতে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রায়গঞ্জ জোনের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচি পালন করা হয় এদিন।
ওয়েস্ট বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের রায়গঞ্জ জোনের সাধারণ সম্পাদক নিতাই কর জানিয়েছেন, রাজ্যের মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। সমাজের প্রতি আমাদের সংগঠনের দায়বদ্ধতা থেকে রায়গঞ্জের সাধারণ মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতন করতে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কর্মসূচি গ্রহন করেছি। তাদের মাস্ক পড়িয়ে দেওয়ার পাশাপাশি বিশেষ সতর্কীকরণ বার্তা সহ লিফলেট বিতরণ করা হচ্ছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রায়গঞ্জের সাধারণ মানুষকে জনতা কারফিউ সফল করার বার্তা দিল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। শুধুমাত্র সাধারণ মানুষ না, প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে আগামীকাল সম্পূর্ণভাবে জনতা কারফিউ সফল করার ডাক দিয়েছেন তাঁরা।
তাদের দাবি, করোনা ভাইরাসের চেন ব্রেক করার জন্য আগামীকালের জনতা কারফিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তাই যেকোনও ভাবেই এই কারফিউ সফল করার জন্য সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
এমনটাই মনে করছেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্তাব্যক্তিরা। এই বার্তা দেওয়ার পর থেকে বিভিন্ন মহল থেকে নানান জল্পনা শুরু হয়। রবিবার কারফিউ পালন করা হবে, কী হবে না তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে জমায়েত এড়াতে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ সে অনুযায়ী এই কারফিউ পালন করার জন্য রায়গঞ্জবাসীর একাংশ মনস্থির করেছেন ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584